Advertisement
১৭ মে ২০২৪

ধান চুরি নিয়ে সিপিএম-তৃণমূল বচসা, আহত পাঁচ

ধান চুরি নিয়ে বচসার জেরে সিপিএম-তৃণমূল সংঘর্ষ বাধল বর্ধমানের নলা গ্রামে। আহত হয়েছেন পাঁচ তৃণমূল কর্মী। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে মাঠ থেকে ধান চুরি গিয়েছে বলে গ্রামেরই শেখ রমজানের বিরুদ্ধে থানায় অভিযোগ করতে আসেন সম্পন্ন কৃষক শেখ বাবলু। কিন্তু গ্রামের লোকেরা এসে থানায় বলে শেখ রমজান নির্দোষ। তাঁকে অন্যায় ভাবে ফাঁসানো হয়েছে। থানার আধিকারিকেরা তখন দু’পক্ষকে মঙ্গলবার থানায় এসে ঘটনার মীমাংসা করার কথা বলেন।

আহত তৃণমূল কর্মী। —নিজস্ব চিত্র।

আহত তৃণমূল কর্মী। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
বর্ধমান শেষ আপডেট: ১৪ মে ২০১৪ ০১:২১
Share: Save:

ধান চুরি নিয়ে বচসার জেরে সিপিএম-তৃণমূল সংঘর্ষ বাধল বর্ধমানের নলা গ্রামে। আহত হয়েছেন পাঁচ তৃণমূল কর্মী।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে মাঠ থেকে ধান চুরি গিয়েছে বলে গ্রামেরই শেখ রমজানের বিরুদ্ধে থানায় অভিযোগ করতে আসেন সম্পন্ন কৃষক শেখ বাবলু। কিন্তু গ্রামের লোকেরা এসে থানায় বলে শেখ রমজান নির্দোষ। তাঁকে অন্যায় ভাবে ফাঁসানো হয়েছে। থানার আধিকারিকেরা তখন দু’পক্ষকে মঙ্গলবার থানায় এসে ঘটনার মীমাংসা করার কথা বলেন।

গ্রামবাসীরা জানান, শেখ বাবলু সিপিএম সমর্থক। অন্যদিকে শেখ রমজান তৃণমূল কর্মী। বর্ধমান জেলা পরিষদের তৃণমূল সদস্য নুরুন হাসানের অভিযোগ, “এ দিন সকালে শেখ রমজানের নেতৃত্বে গ্রামের জনা দশেক যুবক একটি গাড়িতে চড়ে আসার সময়ে বাবলুর লোকেরা স্থানীয় মেটাল ডিভিসির কাছে তাদের উপর চড়াও হয়ে লাঠি, রড দিয়ে মারধর করে। এর জেরেই রমজানের পাঁচ সঙ্গী আহত হয়ে বধর্র্মান মেডিক্যাল হাসপাতালে ভর্তি রয়েছেন।” হাসপাতাল সূত্রে বলা হয়েছে, এঁদের মাথা-হাত-ঘাড়ে আঘাত লেগেছে।” সিপিএমের বর্ধমান সদর জোনাল কমিটির তরফে অবশ্য ওই ঘটনা সম্পর্কে কোনও প্রতিক্রিয়া দিতে চাওয়া হয়নি। নেতারা বলেছেন, “ঘটনার খোঁজ নিয়ে দেখা হচ্ছে।”

জেলা পুলিশ সুপার মিরাজ খালিদ বলেন, “ওই গ্রামে ধান চুরিকে কেন্দ্র করে গোলমাল হয়েছিল। কয়েকজন বর্ধমানে থানায় আসছিলেন। তাদের ধান চোর সন্দেহে কয়েকজন মারধর করেছে।” ঘটনার পরে সাতজনের বিরুদ্ধে মারধরে জড়িত থাকার মামলা দায়ের করা হয়েছে বর্ধমান থানায়। পুলিশ দু’বার গ্রামেও গিয়েছে। অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

theft bardwan tmc cpm
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE