Advertisement
১০ মে ২০২৪

রাজ্যের তথ্য যাচাইয়ের দাবি

দুর্গাপুরে বিজেপির চিন্তন বৈঠকে রবিবার ঠিক হয়েছে, কেন্দ্রকে অনুরোধ করা হবে, রাজ্য সরকারকে ওই পুরস্কার দেওয়ার আগে তারা যেন তাদের পাঠানো তথ্য যাচাই করে নেয়।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১২ অগস্ট ২০১৯ ০৩:২৯
Share: Save:

বিভিন্ন প্রকল্পে সাফল্যের জন্য রাজ্য সরকারকে পুরস্কার দেওয়ার আগে তথ্য যাচাই করার জন্য কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করবে রাজ্য বিজেপি। রাজ্য সরকারের পাঠানো তথ্যের ভিত্তিতে একশো দিনের কাজ-সহ বিভিন্ন প্রকল্পে সাফল্যের জন্য রাজ্যকে পুরস্কার দিয়েছে কেন্দ্র।

দুর্গাপুরে বিজেপির চিন্তন বৈঠকে রবিবার ঠিক হয়েছে, কেন্দ্রকে অনুরোধ করা হবে, রাজ্য সরকারকে ওই পুরস্কার দেওয়ার আগে তারা যেন তাদের পাঠানো তথ্য যাচাই করে নেয়। কারণ, বৈঠকে অনেক নেতা অভিযোগ করেছেন, রাজ্য সরকারের দেওয়া তথ্যের সঙ্গে বাস্তবের মিল যাচাই না করার ফলে অনেক ক্ষেত্রে ‘অন্যায়’ ভাবে প্রশংসা পাচ্ছে রাজ্য। আর তার ফলে রাজ্যের ‘ব্যর্থতা’র কথা তুলে ধরতে গিয়ে বিড়ম্বনায় পড়তে হচ্ছে বিজেপি নেতাদের।

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘‘খাতায় কলমে রাজ্য সাফল্য দেখিয়ে দিচ্ছে। অথচ মানুষ সুবিধা পাচ্ছেন না। সুতরাং, পুরস্কারের আগে বাস্তব চিত্র খতিয়ে দেখা দরকার।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

BJP TMC Government Schemes
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE