ত্রিপুরায় দ্বিতীয় বার বিধানসভা নির্বাচনে জিতে ক্ষমতায় আসার পরে সে রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহাকে সংবর্ধনা দিতে চায় বঙ্গ বিজেপি। বাংলাভাষী একটি রাজ্যে বিজেপির জয় থেকে অনুপ্রেরণা নেওয়া এবং এ রাজ্যে দলকে বার্তা দেওয়াই গেরুয়া শিবিরের লক্ষ্য। বিজেপি সূত্রের খবর, আগামী ৮ এপ্রিল কলকাতায় আসতে পারেন ত্রিপুরার মানিক। তাঁর সংবর্ধনা অনুষ্ঠানের প্রস্তুতিতে পরামর্শ নেওয়া হচ্ছে গত বার বিধানসভা ভোটের সময়ে ত্রিপুরায় বিজেপির পর্যবেক্ষকের দায়িত্বে থাকা সুনীল দেওধরের। তিনি সোমবার কলকাতায় ঘুরেও গিয়েছেন। তবে ৮ তারিখ সংবর্ধনা অনুষ্ঠান হলে বিরোধী দলনেতা শুভেন্দু সেখানে থাকতে পারবেন না বলে বিজেপি সূত্রের খবর। শুভেন্দুর সে দিন কর্মসূচি রয়েছে পূর্ব মেদিনীপুরের ময়নায়।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)