Advertisement
২৬ এপ্রিল ২০২৪

ভাঙড়ে আক্রান্ত জমি কমিটি প্রার্থীরা

শুক্রবার ভাঙড়-২ ব্লক অফিস চত্বরেই তৃণমূল নেতা আরাবুল ইসলামের অনুগামীরা ওই প্রার্থীদের মারধর করে বলে অভিযোগ। হামলায় জখম হন কয়েক জন প্রার্থী।

নিজস্ব সংবাদদাতা
ভাঙড় শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০১৮ ০৩:৩৫
Share: Save:

প্রথম বার ভোটের ময়দানে নেমে আক্রান্ত হলেন ভাঙড়ের পাওয়ার গ্রিড বিরোধী জমি কমিটির প্রার্থীরা। ওই প্রকল্প নিয়ে মানুষের রায় নিতে সিপিএমের সমর্থনে পোলেরহাট-২ পঞ্চায়েতের জন্য নির্দল হিসেবে তাঁরা ভোটে লড়ছেন।

শুক্রবার ভাঙড়-২ ব্লক অফিস চত্বরেই তৃণমূল নেতা আরাবুল ইসলামের অনুগামীরা ওই প্রার্থীদের মারধর করে বলে অভিযোগ। হামলায় জখম হন কয়েক জন প্রার্থী। দু’পক্ষের বাড়ি-দোকান ভাঙচুর, অবরোধে তেতে ওঠে পাওয়ার গ্রিড এলাকা।

মনোনয়ন জমা দিতে যাওয়ার পথে বহিরাগতদের নিয়ে গণ্ডগোল পাকানোর চেষ্টা করার অভিযোগে পুলিশ সিপিআইএমএল (রেড স্টার)-এর শঙ্কর দাস, এমকেপি-র অমিতাভ ভট্টাচার্য এবং বিশ্বজিৎ হাজরাকে গ্রেফতার করেছে। তাঁদের কাছ থেকে লাঠি, গুলতি, সাইকেলের চেন-সহ কিছু জিনিস উদ্ধার করেছে পুলিশ। জেলা পুলিশের এক কর্তা বলেন, ‘‘জমি কমিটির হামলার লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’’

আরও পড়ুন: আগে দখল, পরে মার, আজব ভোট

জমি কমিটির পক্ষে মির্জা হাসানের অভিযোগ, ‘‘ব্লক অফিসের মধ্যে আরাবুল বাহিনী আমাদের কর্মীদের মারধর করল। কিন্তু পুলিশ ব্যবস্থা নিল না।’’ অভিযোগ অস্বীকার করে আরাবুলের দাবি, ‘‘ওরা ব্লক অফিসে ঢুকে ঝামেলা করছিল।

সাধারণ মানুষ প্রতিবাদ করেন। পড়ে গিয়েও ওদের চোট লাগতে পারে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE