Advertisement
১৯ এপ্রিল ২০২৪

আদালতের জন্য বাধার মনোনয়ন মজুত করছে বিজেপি

সন্ত্রাসের জেরে যে সব দলীয় প্রার্থী পঞ্চায়েত ভোটের মনোনয়ন জমা দিতে পারেননি, তাঁদের মনোনয়ন পত্রগুলি সোমবারের মধ্যে স্ক্যান করে রাজ্য দফতরে ই মেল করার নির্দেশ দিয়েছেন বিজেপি নেতৃত্ব।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০১৮ ০৫:০৮
Share: Save:

সন্ত্রাসের জেরে যে সব দলীয় প্রার্থী পঞ্চায়েত ভোটের মনোনয়ন জমা দিতে পারেননি, তাঁদের মনোনয়ন পত্রগুলি সোমবারের মধ্যে স্ক্যান করে রাজ্য দফতরে ই মেল করার নির্দেশ দিয়েছেন বিজেপি নেতৃত্ব। কলকাতা হাইকোর্টে বিজেপি-রই করা মামলায় গত বৃহস্পতিবার আদালত নির্দেশ দিয়েছে, আগামী সোমবার পর্যন্ত পঞ্চায়েত ভোটের প্রক্রিয়া স্থগিত রাখতে হবে। সোমবার ফের হাইকোর্টে ওই মামলার শুনানি হবে। রাজ্য বিজেপি নেতৃত্বের পরিকল্পনা— তখন তাঁরা জমা দিতে না পারা মনোনয়নগুলির স্ক্যান করা প্রতিলিপি আদালতে পেশ করবেন। মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, বিজেপি-সহ বিরোধীদের সংগঠন নেই। তারা প্রার্থী খুঁজে পাচ্ছে না। তাই প্রার্থী দিতে না পেরে সন্ত্রাসের অজুহাত দিচ্ছে। রাজ্য বিজেপি নেতাদের পরিকল্পনা—জমা দিতে না পারা মনোনয়ন পত্রগুলি সোমবার আদালতে পেশ করে মমতার ওই দাবিকে প্রমাণ-সহ খণ্ডন করবেন তাঁরা।

তবে আদালতের নির্দেশে মনোনয়ন জমা দেওয়ার মেয়াদ যদি বাড়ে, তা হলেও স্বস্তি মিলবে বলে মনে করছে না বিজেপি। কারণ সে ক্ষেত্রে সন্ত্রাসও বাড়বে বলে মনে করছেন দলের নেতৃত্ব। দলের রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসুর বক্তব্য, ‘‘আমাদের দাবি, রাজ্য নির্বাচন কমিশন অনলাইনে মনোনয়ন জমা নিক, নয়তো সিআরপিফ মোতায়েন করে বিডিও, এসডিও, ডিএম দফতরে জমা নেওয়া হোক। নতুবা কমিশনের দফতরে অতিরিক্ত রিটার্নিং অফিসার নিয়োগ করে মনোনয়ন নেওয়া হোক। এ ছাড়া, সন্ত্রাসের হাত থেকে বাঁচার উপায় নেই।’’

পঞ্চায়েত নির্বাচনে হিংসার প্রতিবাদে শান্তি এবং গণতন্ত্র ফেরাতে শুক্রবার গোলপার্কের রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার থেকে দক্ষিণাপণ পর্যন্ত মিছিল করেন বিজেপি সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়, অম্বুজ মহান্তি, তনভীর নাসরিন, সুপ্রিয় বন্দ্যোপাধ্যায় প্রমুখ। আর বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এ দিনই পঞ্চায়েত ভোটের প্রচারে বেলদায় বলেন, ‘‘আমরা ৩৫ হাজার প্রার্থী দিয়েছি। আদালতের রায় পেলে ৫৮ হাজার প্রার্থী দেব এবং তৃণমূলকে দাঁড় করিয়ে হারাব। ভোট হলেই বিজেপি জিতবে। তাই আমাদের মনোনয়নে বাধা দেওয়া হয়েছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE