Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Panchayat Poll 2018

গণতন্ত্রের হাল নিয়ে পাল্টা প্রচারে বিজেপি

দিল্লিতে রবিবার বিজেপি নেতৃত্ব আয়োজিত প্রবাসী বাঙালিদের সভায় সিদ্ধান্ত হয়েছে, পশ্চিমবঙ্গের ভোট এবং সার্বিক ভাবে রাজনৈতিক হিংসা ও নারী নিগ্রহের ঘটনাগুলি নিয়ে তথ্যচিত্র, নাটক, পোস্টার প্রদর্শনী ইত্যাদি করা হবে।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২১ মে ২০১৮ ০৩:০৭
Share: Save:

দেশ জুড়ে বিজেপি বিরোধী ঐক্য গড়ে তুলতে মমতা বন্দ্যোপাধ্যায় যখন সক্রিয় হয়েছেন, তখন তাঁর রাজ্যের গণতন্ত্রের হাল কেমন, তা নিয়ে পাল্টা প্রচারে নামছে বিজেপি। আর এই কাজে তারা সাহায্য চায় রাজ্যের বিদ্বজ্জনেদের। দিল্লিতে রবিবার বিজেপি নেতৃত্ব আয়োজিত প্রবাসী বাঙালিদের সভায় সিদ্ধান্ত হয়েছে, পশ্চিমবঙ্গের ভোট এবং সার্বিক ভাবে রাজনৈতিক হিংসা ও নারী নিগ্রহের ঘটনাগুলি নিয়ে তথ্যচিত্র, নাটক, পোস্টার প্রদর্শনী ইত্যাদি করা হবে। দেশের সব বাঙালি অধ্যুষিত রাজ্যেই আলোচনাসভার আয়োজন করে সেগুলি দেখানো হবে। দিল্লিতে এ দিনের সভায় এই চর্চার প্রসঙ্গে উঠে আসে— বাংলার সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে শঙ্খ ঘোষ, প্রতুল মুখোপাধ্যায়, পল্লব কীর্তনীয়া প্রমুখও নিজেদের মতো করে প্রতিবাদে সরব হয়েছেন। ঠিক হয়, মতাদর্শগত ভাবে বিজেপি-র সঙ্গে নেই, এমন বিদ্বজ্জনেদেরও সাহায্য চাওয়া হবে গণতন্ত্রের পুনরুদ্ধারের লক্ষ্যে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE