Advertisement
২০ এপ্রিল ২০২৪

বিজেপি হবে অধীরের শেষ আশ্রয়: শুভেন্দু

তৃণমূলের মুর্শিদাবাদ জেলা পর্যবেক্ষক তথা পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী তোপ দেগে গেলেন, মুর্শিদাবাদে অধীরের গড়ে এ বার একশো শতাংশ আসনই পাবে তাঁর দল, তৃণমূল।

মুর্শিদাবাদে অধীরের গড়ে এ বার একশো শতাংশ আসনই পাবে তাঁর দল, তৃণমূল, বললেন পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী।

মুর্শিদাবাদে অধীরের গড়ে এ বার একশো শতাংশ আসনই পাবে তাঁর দল, তৃণমূল, বললেন পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী।

নিজস্ব সংবাদদাতা
বেলডাঙা শেষ আপডেট: ০১ মে ২০১৮ ০৫:২১
Share: Save:

মুর্শিদাবাদ জেলা পরিষদ ইতিমধ্যেই দখল করেছে তাঁর দল। তবে, মনোনয়ন পেশ কিংবা নাম প্রত্যাহারের গন্ডগোলের আবহে তাঁকে দেখা যায়নি। তিনি এলেন, সোমবার, বেলডাঙার ভাবতায় এক জনসভায়। সেখানেই তৃণমূলের মুর্শিদাবাদ জেলা পর্যবেক্ষক তথা পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী তোপ দেগে গেলেন, মুর্শিদাবাদে অধীরের গড়ে এ বার একশো শতাংশ আসনই পাবে তাঁর দল, তৃণমূল।

সঙ্গে জুড়লেন চিমটি, ‘‘নকশাল, মার্কসবাদী ফরওয়ার্ড ব্লক, আরএসপি এবং অবশেষে কংগ্রেস করার পর অধীরের শেষ আশ্রয় বিজেপি!’’ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর পাল্টা বলেন, ‘‘শুভেন্দুর মুখে এ কথা মানায় না, সে নিজেই তো সর্বক্ষণ বিজেপি সভাপতি অমিত শাহের সঙ্গে তলায় তলায় যোগাযোগ রেখে চলেছে!’’

দু’তরফের এই শ্লেষ এবং পাল্টা কটাক্ষ কানে গিয়েছে বিজেপি’র কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিংহের। তাঁর সংযোজন, ‘‘কংগ্রেস মুছে গিয়েছে, অধীরকে শেষ পর্যন্ত হয়তো বিজেপি’র কাছেই আশ্রয় চাইতে হবে, তবে শুভেন্দুই বা কম কি? ওঁর গোটা পরিবারকেই তৃণমূল যোগ্য সম্মান না দেওয়ায় শুভেন্দুদের শেষতক ফিরতে হবে সেই বিজেপি’র কাছেই!’’

শুভেন্দুর আরও দাবি, মুর্শিদাবাদ জেলার আট কংগ্রেস বিধায়ক তাঁর সঙ্গে যোগাযোগ রাখছেন। ভোট শেষে তাঁরা তৃণমূলে পা বাড়াবেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE