Advertisement
২০ এপ্রিল ২০২৪
Rajarhat

ভোটকর্মীদের মেরে বাইরে বার করে অবাধে ছাপ্পা রাজারহাটে, দেখুন ভিডিয়ো

ওই বুথের পোলিং অফিসার দীপঙ্কর বাগচী জানিয়েছেন, সোমবার ভোটের দিন দুপুরে ৮১ নম্বর বুথের মধ্যে এক দল তৃণমূল সমর্থক ঢুকে পড়েন।

চলছে ছাপ্পা ভোট। নিজস্ব চিত্র।

চলছে ছাপ্পা ভোট। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৪ মে ২০১৮ ১৭:৪৮
Share: Save:

বুথের ভিতর কেউ কোথাও নেই। রয়েছেন শুধু এক জন। তিনি নিজের কাজ করে যাচ্ছেন। একের পর এক ব্যালটে পছন্দের প্রার্থীর নামে ছাপ দিয়ে চলেছেন। থামার নাম নেই!

এমনটাই দেখা গেল রাজারহাটের পাথরঘাটা গ্রামপঞ্চায়েতের সর্দার পাড়া শিশু শিক্ষা কেন্দ্রে ৮১ নং বুথে। সেখানে অবাধে চলছে ছাপ্পা ভোট। অভিযোগ, প্রিসাইডিং ও পোলিং অফিসারদের মারধর করে প্রথমে বুথ থেকে বার করে দেওয়া হয়। বুথের বাইরে দাঁড়িয়ে ছিলেন পুলিশকর্মীরা। এর পরেই তৃণমূলের হয়েই ছাপ্পা ভোট দেওয়া শুরু করেন দলীয় এক কর্মী।

ওই বুথের পোলিং অফিসার দীপঙ্কর বাগচী জানিয়েছেন, সোমবার ভোটের দিন দুপুরে ৮১ নম্বর বুথের মধ্যে এক দল তৃণমূল সমর্থক ঢুকে পড়েন। তাঁর কথায়, ‘‘ওঁরা সমস্ত বুথকর্মীদের মারধর করে বার করে দেয়। এর পরেই অবাধে তৃণমুলের হয়ে ছাপ্পা দিতে শুরু করেন।’’ অভিযোগ, পুলিশকর্মীরা নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে ছিলেন।

চলছে ছাপ্পা ভোট, দেখুন ভিডিয়ো

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Video West Bengal Panchayat Elections 2018 Rajarhat
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE