Advertisement
২৪ এপ্রিল ২০২৪

ভোটের আগে বিদ্যুতে নজর

সংস্থা সূত্রের খবর, গরমের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বিদ্যুতের চাহিদা। ফলে পর্যাপ্ত জোগান প্রয়োজন। ঝড়ে তার ছিঁড়লে সময় মতো মেরামতি প্রয়োজন।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২২ এপ্রিল ২০১৮ ০৩:০০
Share: Save:

পঞ্চায়েত ভোটের সময় বিদ্যুৎ পরিষেবায় কোনও খামতি রাখা যাবে না বলে নির্দেশ দিল রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থা। সে কারণে ভোট না শেষ হওয়া পর্যন্ত বিদ্যুৎ আধিকারিক থেকে শুরু করে গুরুত্বপূর্ণ কাজে যুক্ত বিদ্যুৎ কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। সংস্থা সূত্রের খবর, ভোট পর্বে বিদ্যুৎ পরিষেবা নিয়ে যাতে কোনও বিক্ষোভ দেখা না দেয়, সে কথা মাথায় রেখেই এই নির্দেশ।

রাজ্যের বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, ‘‘সামনেই পঞ্চায়েত নির্বাচন। এই সময়ে ঝড়-বৃষ্টিও হয়। তাই পদস্থ আধিকারিক থেকে সাধারণ কর্মী, সবাইকে সজাগ ও সতর্ক থাকতে বলা হয়েছে।’’

সংস্থা সূত্রের খবর, গরমের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বিদ্যুতের চাহিদা। ফলে পর্যাপ্ত জোগান প্রয়োজন। ঝড়ে তার ছিঁড়লে সময় মতো মেরামতি প্রয়োজন। না হলে গ্রামাঞ্চলে বিক্ষোভ দানা বাঁধে। সম্প্রতি যে জোরালো ঝড়বৃষ্টি হয়েছে তাতেও এমন ঘটনা দেখা গিয়েছে। ভোটের সময় এই বিক্ষোভে রাজনৈতিক রং লাগতে পারে বলে মনে করছেন বিদ্যুৎ দফতরের একাংশ। তা ছাড়়া বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হলে ভোট এবং ভোটকর্মীরাও সমস্যায় পড়বেন, বললেন এক বিদ্যুৎ-কর্তা। তাই ভোটের আগে খারাপ বা অপেক্ষাকৃত দুর্বল লাইন দ্রুত সারিয়ে ফেলা এবং রক্ষণাবেক্ষণের উপরে জোর দেওয়ার কথা বলা হয়েছে। সংস্থা সূত্রের খবর, ভোট না মিটলে একান্ত জরুরি কারণ ছাড়া ছুটি দেওয়া হবে না বলে নির্দেশ এসেছে। বিদ্যুৎমন্ত্রী জানান, প্রতিটি গ্রাহক পরিষেবা কেন্দ্রে যে কোনও পরিস্থিতি মোকাবিলায় দিন-রাতের জন্য একটি করে দল প্রস্তুত রাখার কথা বলা হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE