Advertisement
E-Paper

অসহিষ্ণুতায় উদ্বেগ, রাষ্ট্রপতিকে চিঠি বিদ্বজ্জনেদের

পরম মান্যবর রাষ্ট্রপতি মহোদয় সমীপেষু, সাম্প্রতিক কালে আমাদের দেশে হত্যা ও অসহিষ্ণুতার যে আবহ তৈরি হয়ে উঠেছে, তা নিয়ে আমরা পশ্চিমবঙ্গের শুভবুদ্ধিসম্পন্ন মানুষেরা সন্ত্রস্ত এবং অসহায় বোধ করছি। ক্রমাগত, অবাধে আঘাত হানা হচ্ছে আমাদের মতপ্রকাশের স্বাধীনতার উপর। সম্প্রতি আপনি আমাদের নতুন করে মনে করিয়ে দিয়েছেন বিবিধের মধ্যে ঐক্যই ভারতবর্ষের চিরন্তন ঐতিহ্য এবং ভারতীয় সংবিধানের আত্মাও সেই সত্যে নিহিত।

শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০১৫ ১৯:২৪

পরম মান্যবর রাষ্ট্রপতি মহোদয় সমীপেষু,

সাম্প্রতিক কালে আমাদের দেশে হত্যা ও অসহিষ্ণুতার যে আবহ তৈরি হয়ে উঠেছে, তা নিয়ে আমরা পশ্চিমবঙ্গের শুভবুদ্ধিসম্পন্ন মানুষেরা সন্ত্রস্ত এবং অসহায় বোধ করছি। ক্রমাগত, অবাধে আঘাত হানা হচ্ছে আমাদের মতপ্রকাশের স্বাধীনতার উপর। সম্প্রতি আপনি আমাদের নতুন করে মনে করিয়ে দিয়েছেন বিবিধের মধ্যে ঐক্যই ভারতবর্ষের চিরন্তন ঐতিহ্য এবং ভারতীয় সংবিধানের আত্মাও সেই সত্যে নিহিত। মুক্তচিন্তক এবং সৃষ্টিশীল মানুষজনদের উপর নেমে আসা একের পর এক আক্রমণের ঘটনা আমাদের মৌলিক অধিকারে আঘাত হানছে। মহম্মদ আকলাখের মতো নিরপরাধ সাধারণ নাগরিক অহেতুক হত্যালীলার শিকার হয়েছেন। স্বাধীনচিন্তা ও শুভবুদ্ধির উৎস নরেন্দ্র ধাবলকর, গোবিন্দ পান্‌সারে এবং এম এম কালবুর্গি নৃশংস ভাবে খুন হয়েছেন। প্রশাসনিক অকর্মণ্যতা এবং সরকারি ঔদাসীন্য পদে পদে আমাদের মানবিক অধিকার খণ্ডিত করছে। আমরা স্তব্ধবাক। স্বাধীনচিন্তার শ্বাসরোধের এই সুপরিকল্পিত ষড়যন্ত্রে ভারতীয় গণতন্ত্র বিপন্ন হয়ে পড়েছে। রাষ্ট্রের শাসনযন্ত্রের প্রতিভূ হিসেবে আমরা আপনার শরণাপন্ন। আরও প্রাণহানি ঘটার আগে প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। এই ভয়াবহ পরিস্থিতির আমরা প্রতিরোধ ও প্রতিকার চাই। সরকারি নিষ্ক্রিয়তা ক্ষমার অযোগ্য।

পশ্চিমবঙ্গের সাহিত্য, শিক্ষা, সঙ্গীত, নাটক, চলচ্চিত্র ও শিল্পকর্মীদের তরফে, নবনীতা দেবসেন, নীরেন্দ্রনাথ চক্রবর্তী, অশোক মিত্র, শঙ্খ ঘোষ, শীর্ষেন্দু মুখোপাধ্যায়-সহ ৭০ জন।

communal unrest bengali intellectual open letter shankha ghosh primeminister letter
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy