Advertisement
০১ অক্টোবর ২০২৩
Teachers

Teacher Protest: কীটনাশক খাওয়া ৩ শিক্ষিকার শারীরিক অবস্থার উন্নতি, ২জন এখনও ক্রিটিক্যাল কেয়ারে

বদলির প্রতিবাদে গত মঙ্গলবার সল্টলেকের বিকাশ ভবনের সামনে কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন ৫ শিক্ষিকা।

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৭ অগস্ট ২০২১ ১৯:০৯
Share: Save:

কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করা শিক্ষিকাদের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। বদলির প্রতিবাদে গত মঙ্গলবার সল্টলেকের বিকাশ ভবনের সামনে কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন ৫ শিক্ষিকা। তাঁদের ৩ জন ভর্তি আরজি করে, বাকি দু’জন এনআরএস হাসপাতালে চিকিৎসাধীন।

আরজি কর হাসপাতাল সূত্রে খবর, ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি পুতুল জানার শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাঁকে জেনারেল বেডে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকেরা। ওই হাসপাতালেই চিকিৎসাধীন অণিমা নাথ এবং ছবি চাকী দাসের নতুন কোনও শারীরিক সমস্যা বা পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়নি। সে কারণে চিকিৎসকরা ওই দুই শিক্ষিকাকে ছেড়ে দেওয়ার কথা ভাবছেন বলে জানিয়েছেন ওই হাসপাতালের এক আধিকারিক।

অন্য দিকে, জ্যোৎস্না টুডু এবং শিখা দাস এনআরএস হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ারে (সিসিইউ) চিকিৎসাধীন। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, দুই শিক্ষিকাই চিকিৎসায় সাড়া দিচ্ছেন। দু’জনের শারীরিক অবস্থা স্থিতিশীল। তাঁদের আচ্ছন্ন ভাব কেটে গিয়েছে। স্বাভাবিক কথাবার্তাও বলছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE