Advertisement
২৫ এপ্রিল ২০২৪
tarapith

সোমবার থেকে ফের খুলছে তারাপীঠ মন্দির

সোমবার, ২৪ অগস্ট থেকে তারাপীঠ মন্দির দর্শনার্থীদের জন্য খুলবে।

সতর্কতা: মন্দির চত্বরে ঢোকার আগে স্যানিটাইজ়ার টানেল। (উপরে) দূরত্ব বজায় রাখতে আঁকা হয়েছে বৃত্ত। ছবি: সব্যসাচী ইসলাম

সতর্কতা: মন্দির চত্বরে ঢোকার আগে স্যানিটাইজ়ার টানেল। (উপরে) দূরত্ব বজায় রাখতে আঁকা হয়েছে বৃত্ত। ছবি: সব্যসাচী ইসলাম

নিজস্ব সংবাদদাতা
তারাপীঠ শেষ আপডেট: ২৩ অগস্ট ২০২০ ০৩:৩৯
Share: Save:

ফের তারাপীঠ মন্দির খুলছে দর্শনার্থীদের জন্য। শনিবার সকালে তারাপীঠ মন্দির কমিটির সেবায়েতরা মন্দির চত্বরে জরুরি বৈঠকে বসেন। সেখানেই সিদ্ধান্ত হয়, আগামী সোমবার, ২৪ অগস্ট থেকে তারাপীঠ মন্দির দর্শনার্থীদের জন্য খুলবে।

মন্দির কমিটির সম্পাদক ধ্রুব চট্টোপাধ্যায় এবং সভাপতি তারাময় মুখোপাধ্যায় জানান, যাবতীয় স্বাস্থ্যবিধি মেনে এবং সরকারী নির্দেশিকা মেনে তারাপীঠ মন্দির খোলার সিদ্ধান্ত হয়েছে। মন্দির চত্বরে যাতে ভিড় না হয় সে দিকে লক্ষ্য রেখে গর্ভগৃহের সামনে বাঁশ বেঁধে দেওয়া হবে। গর্ভগৃহের সামনে আগের মতো দর্শনার্থীদের সঙ্গে কোনও সেবায়েত বা পাণ্ডা থাকবেন না। দর্শনার্থীরা এক এক করে গর্ভগৃহের সামনে মা তারার দর্শন করে মন্দিরের চাতালে সেবায়েতদের সঙ্গে দেখা করবেন। এতে অনেক বেশি পারস্পরিক দূরত্ব থাকবে এবং মূল মন্দিরের গর্ভগৃহের সামনে ভিড় এড়ানো যাবে বলে দাবি মন্দির কমিটির।

তারাপীঠ মন্দির কমিটির কোষাধ্যক্ষ শ্যামল মুখোপাধ্যায় বলেন, ‘‘বাংলা নববর্ষ থেকে শুরু করে রথ, সারা শ্রাবণ মাস এবং কৌশিকী অমাবস্যার মতো তিথিতে মন্দির দর্শনার্থীদের জন্য বন্ধ থাকার জন্য মন্দির চত্বরের ছোট বড় মাঝারি ব্যবসা তলানিতে ঠেকেছে। মন্দির খোলা রাখার জন্য এলাকার ছোট বড় ব্যবসায়ীরা বার বার আবেদন জানিয়েছেন। তাঁদের কথা মাথায় রেখে স্বাস্থ্যবিধি এবং সরকারী বিধি মেনে ফের তারাপীঠ মন্দির দর্শনার্থীদের জন্য খোলা হল।’’

মন্দির কমিটি সূত্রে খবর, আগের মতোই মন্দিরে প্রবেশের তিন দিকে স্যানিটাইজ়ার টানেল-সহ মন্দির চত্বরে প্রবেশের আগে দর্শনার্থীদের থার্মাল গান দিয়ে তাপমাত্রা পরীক্ষা এবং দর্শনার্থীদের হাতে স্যানিটাইজ়ার দিয়ে ধোওয়ার জন্য মন্দিরের প্রবেশদ্বারে নিরাপত্তা কর্মীরা থাকবেন। নিরাপত্তা কর্মীদের জন্যও মাস্ক গ্লাভসের ব্যবস্থা থাকবে। মাস্ক ছাড়া দর্শনার্থীদের প্রবেশ করতে দেওয়া হবে না বলে মন্দির কমিটি জানিয়েছেন।

এর আগে লকডাউন পর্বে তারাপীঠ মন্দির ২০ মার্চ থেকে ২২ জুন পর্যন্ত দর্শনার্থীদের জন্য বন্ধ রাখা হয়েছিল। পরে ২৩ জুন রথের দিন তারাপীঠ মন্দির দর্শনার্থীদের জন্য খোলা হয়। কিন্তু মূল মন্দিরের গর্ভগৃহে দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ করে দেওয়া হয়। স্বাস্থ্য বিধি ও পারস্পরিক দূরত্ব বিধি মেনে মন্দির দর্শনার্থীদের উদ্দেশ্যে খুললেও আশপাশের এলাকায় করোনা সংক্রমণ অত্যধিক বেড়ে যাওয়ায় কারণে মন্দির কমিটি ১ অগস্ট থেকে অনির্দিষ্টকালের জন্য মন্দির দর্শনার্থীদের জন্য বন্ধ করে দেয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE