পশ্চিম মেদিনীপুরের পিংলায় রঙের কারখানা তৈরি করেছে বিড়লা গোষ্ঠী। বৃহস্পতিবার সেই কারখানা উদ্বোধনের কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু আচমকাই সেই কর্মসূচি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে বিড়লা গোষ্ঠী। শিল্পগোষ্ঠীকে দোষারোপ না-করেও মমতা এর নেপথ্যে ‘ষড়যন্ত্র’ দেখছেন।
দুর্যোগ-বিধ্বস্ত উত্তরবঙ্গ পরিদর্শন সেরে বুধবার দুপুরে কলকাতায় ফেরেন মুখ্যমন্ত্রী। বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘‘গত কাল (মঙ্গলবার) সাংবাদিক সম্মেলন থেকে আমি বলেছিলাম, বৃহস্পতিবার বিড়লা ওপাসের রঙের কারখানা উদ্বোধন করব। সেই কথা বলার আধ ঘণ্টার মধ্যে আমার কাছে বার্তা এল, ওই কর্মসূচি বাতিল করা হয়েছে। ওদের (বিড়লা) এক জনের শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে আপাতত বাতিল করেছে। জানিয়েছে, পরে হবে।’’ এর পরেই মমতা বলেন, ‘‘আমি ওদের (বিড়লা গোষ্ঠীকে) দোষ দিতে চাই না। আমি বুঝেছি এর পিছনে হাই লোডেড ভাইরাস রয়েছে। সবাইকে থ্রেট করছে।’’
এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী নির্দষ্ট ভাবে কোনও ব্যক্তি বা কোনও রাজনৈতিক দলের নাম করেননি। তবে এই প্রসঙ্গের আগে এবং পরে যা বলেছেন মমতা তা থেকে পরিষ্কার, তিনি নিশানা করেছেন বিজেপি-কেই। বুধবার সকাল থেকেই গুঞ্জন ছিল, মমতার পশ্চিম মেদিনীপুর সফর বাতিল হয়েছে। পশ্চিম মেদিনীপুরের এক তৃণমূলের বিধায়ক বলেন, ‘‘শুনেছি কুমার মঙ্গলম বিড়লা অসুস্থ। সেই কারণে এটা আপাতত বাতিল করা হয়েছে।’’ যদিও দুপুর আড়াইটে পর্যন্ত জেলার পুলিশ কর্তারা কর্মসূচি হওয়া বা না-হওয়া নিয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেননি। তাঁদের বক্তব্য ছিল, বিকেলের আগে নিশ্চিত করে বলা সম্ভব নয়। যদিও উত্তরবঙ্গ থেকে কলকাতায় ফিরে মমতা নিজেই কারখানা উদ্বোধন স্থগিতের কথা জানিয়েছেন। যার নেপথ্যে ‘হাই লোডেড ভাইরাস’ তথা ‘হুমকি’ রয়েছে বলে দাবি করেছেন মমতা। খড়্গপুর শিল্পতালুকে এই কারখানা তৈরি করেছে বিড়লা গোষ্ঠী।
কারখানা উদ্বোধনের পরেই মুখ্যমন্ত্রী নির্বাচন কমিশনের প্রতিনিধিদের বঙ্গ সফর নিয়েও সরব হয়েছেন। এক দিকে উৎসবের মরসুম অন্য দিকে বৃষ্টি এবং দুর্যোগ, এই পরিস্থিতিতে কী ভাবে ১৫ দিনে এসআইআর করা হবে তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন মমতা। এই প্রসঙ্গে তিনি নাম করেই নিশানা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। পাশাপাশি, শাহের বিষয়ে সতর্ক করতে চান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও। মমতা বলেন, ‘‘এ সব অমিত শাহের খেল! অ্যাক্টিং প্রাইম মিনিস্টারের কাজ করছেন। আমি প্রধানমন্ত্রীকে বলব, দেখবেন উনিই একদিন আপনার মিরজ়াফর হবেন।’’