বেহালার সখেরবাজারে রবিবার বিজেপির সভামঞ্চ ভাঙার ঘটনার পরে সোমবার ফের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে ভাঙচুরের অভিযোগ তুলল বিজেপি। এ বারের ঘটনা খড়দহের পাতুলিয়ায়। অভিযোগ, অনুষ্ঠান মঞ্চ এবং সেখানে রাখা ভারত মাতার মূর্তি ভাঙা হয়। বাধা দিতে গেলে বিজেপি কর্মীদেরও মারধর করা হয়। বিজেপির অভিযোগ তৃণমূল কংগ্রেসের আশ্রিত দুষ্কৃতীদের দিকে। তৃণমূল পাল্টা বলেছে, এসআইআর-এর নামে সাধারণ মানুষকে হেনস্থার জেরে এমন ঘটনা ঘটছে।
কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার সন্ধ্যায় পাতুলিয়ায় গিয়েছিলেন। তিনি সমাজমাধ্যমে লিখেছেন, ‘বর্বরতা এবং দুর্বৃত্তায়নের সমস্ত সীমা অতিক্রম করে গিয়েছে তৃণমূল! আমরা এই সম্পূর্ণ ঘটনা স্মরণে রাখছি। উপযুক্ত সময়ে তৃণমূল কংগ্রেসের বর্বর দুষ্কৃতীদের এবং দলদাস পুলিশকে সঠিক প্রতিষেধক বিজেপি দেবে’! পাল্টা তৃণমূলের রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, ‘‘সার্বিক ভাবে সমাজে বিজেপি-বিরোধী আবহ তৈরি হয়েছে। মানুষ বিজেপি এবং নির্বাচন কমিশনকে আলাদা করতে পারছে না। কমিশন প্রতিদিন যে ভাবে সাধারণ মানুষকে হেনস্থা করছে, তার প্রতিফলন বিজেপির উপরে পড়ছে।’’ বেহালার ঘটনার প্রতিবাদে এ দিন সন্ধ্যায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বেহালা ট্রাম ডিপো থেকে মিছিল করে গিয়ে ঠাকুরপুকুর থানার সামনে অবস্থান-বিক্ষোভ করেছেন।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)