এই শীতেই পিসি-ভাইপোর ‘খেলা’ শেষ হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভার আগের দিন এই ভাষাতেই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সুর চড়ালেন রাজ্য বিজেপির শীর্ষ নেতারা। পাল্টা তৃণমূলের কটাক্ষ, গব্বর সিংহ আসছে কি?
কেন্দ্রীয় প্রকল্পে ‘বঞ্চিত’দের নিয়ে আজ, বুধবার ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করবে বিজেপি। সেই উপলক্ষে মঙ্গলবার থেকেই শহরে আসতে শুরু করেছেন বিজেপি কর্মী-সমর্থকেরা। বিজেপির দাবি, সভায় বিপুল ভিড় হবে। দলের নেতারা এ দিন দফায় দফায় সভাস্থল ঘুরে দেখেছেন। সভাস্থলে এসে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন, ‘‘তৃণমূল নানা ভাবে চেষ্টা করবে আমাদের কর্মীদের বাধা দিতে। কিন্তু সামনে এভারেস্ট দাঁড়িয়ে গেলেও কাল কর্মীরা সভাস্থলে আসবেন! বাধা দিলে কর্মীরা কিন্তু চুপ করে থাকার মুডে থাকবেন না।’’ সন্ধ্যায় বিধায়কদের সঙ্গে নিয়ে সভাস্থলে এসে ব্যবস্থাপনা খতিয়ে দেখার পরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ‘‘এই সরকার রেশনের চাল চুরি করে, শিশুদের মিড-ডে মিল চুরি করে। এই সরকারের কারণে নিপীড়িত, শোষিত, বঞ্চিত মানুষের জোয়ার আসবে আগামী কাল। আর তাতেই এই শীতে পিসি-ভাইপো’র তথাকথিত খেলা শেষ হবে!’’
সূত্রের খবর, মূল মঞ্চকে তিনটি অংশে ভাগ করা হবে। মাঝের অংশে থাকবেন শাহ ও তাঁর নিরাপত্তারক্ষীরা। তাঁর সঙ্গেই থাকবেন বিজেপির রাজ্য সভাপতি ও বিরোধী দলনেতা। একটি অংশে থাকবেন বঞ্চিত পরিবার ও অন্য অংশে দলের জনপ্রতিনিধিরা। দূরবর্তী অংশের মানুষের কাছে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য পৌঁছে দিতে চারটি বড় পর্দা লাগানো হচ্ছে। এ ছাড়া, ১০ টি বড় বাক্স রাখা থাকবে। মানুষ কী ভাবে তৃণমূলের ‘দুর্নীতি’র কারণে ‘বঞ্চিত’ হয়েছেন, তাঁরা সেই বর্ণনা লিখে সেই বাক্সে জমা দিতে পারেন। সভা উপলক্ষে হাওড়া ও শিয়ালদহ স্টেশনে বিজেপির তরফে শিবির করা হয়েছে। সুকান্ত রাতেই সেই শিবির পরিদর্শন করেন।
তবে বিজেপির এই কর্মসূচিকে কটাক্ষ করে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, ‘‘গব্বর সিংহ এলে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়-বীরুও তৈরি আছে! কিন্তু এমন একটা দেখাচ্ছে যেন, অমিত শাহ আসবে মানে সেখানে বিরাট কিছু হয়ে যাবে! অমিত শাহ-নরেন্দ্র মোদী ২০২১ সালের নির্বাচনের আগে রোজ যাতায়াত করেছিলেন। বলেছিলেন, ‘আব কি বার দোশো পার।’ হয়ে গিয়েছে পগারপার!’’ পাল্টা সুকান্তের বক্তব্য, ‘‘উনি (ফিরহাদ) আজকাল দলে একঘরে হয়ে পড়েছেন। তাই পুরোনো সিনেমা দেখছেন। নতুন সিনেমা হয়তো দেখেন না। দেখলে জানতে পারতেন ‘গব্বর ইজ ব্যাক’ বলে একটা সিনেমা হয়েছিল। সেখানে গব্বর এসে দুর্নীতিগ্রস্তদের শাস্তি দিয়েছিল। তাই উনি ঠিকই বলেছেন!’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)