Advertisement
E-Paper

শুক্রবার থেকেই রাজ্যে ভোটের প্রচার শুরু করে দিচ্ছে বিজেপি, প্রথম দিনেই ১৩০০ পথসভা, ২০ ডিসেম্বর রানাঘাটে মোদী

ভোট ঘোষিত হওয়ার প্রায় তিন মাস আগে থেকে আনুষ্ঠানিক ভাবে ভোটের প্রচার শুরু করে দেওয়ার ছবি বিরল। পশ্চিমবঙ্গ বিজেপির ইতিহাসে তো আরওই বেনজির।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৫ ২০:২৪
BJP announces official commencement of election campaign in Bengal from 5 December, Modi to visit Ranaghat on 20th

রাজ্যে ভোটের প্রচার শুরুর ঘোষণা বিজেপির। —ফাইল চিত্র।

পশ্চিমবঙ্গে আনুষ্ঠানিক ভাবে ভোটের বাদ্যি বাজিয়ে দিল বিজেপি। অন্তত নিজেদের দলের তরফ থেকে। ৫ ডিসেম্বর অর্থাৎ শুক্রবার থেকে বিজেপি পশ্চিমবঙ্গে আনুষ্ঠানিক ভাবে নির্বাচনী প্রচারাভিযান শুরু দিচ্ছে। সাংবাদিক বৈঠক ডেকে বৃহস্পতিবার ঘোষণা করা হল সে কথা। প্রথমে রাজ্য জুড়ে ১৩ হাজার পথসভা। তার পরে রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতিতে বিধানসভা কেন্দ্র স্তরের জনসভা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আরও অন্তত সাতটি জনসভা সে সবের মাঝেই। পাশাপাশি থাকছে অমিত শাহ, রাজনাথ সিংহ-সহ সর্বভারতীয় স্তরের নেতাদের আনাগোনাও। নির্বাচনের এতটা আগে এই প্রথম এ রাজ্যে প্রচারাভিযান শুরু করছে বিজেপি।

সময় মতো নির্বাচন হলে এ রাজ্যে ফেব্রুয়ারির শেষ দিকে বা মার্চের শুরুতে ভোটের দিনক্ষণ ঘোষণা করা হবে। রাজনৈতিক দলগুলি সাধারণত ভোটের প্রচার আনুষ্ঠানিক ভাবে শুরু করে নির্বাচনী নির্ঘণ্ট ঘোষিত হওয়ার পরেই। কোনও কোনও ক্ষেত্রে নির্ঘণ্ট ঘোষিত হওয়ার মাসখানেক আগে থেকে রাজনৈতিক দলকে প্রচারে নেমে পড়তে দেখা যায়। প্রচারে ঝ়ড়টা তোলা হয় দিনক্ষণ ঘোষণার পরে। কিন্তু ভোট ঘোষিত হওয়ার প্রায় তিন মাস আগে থেকে আনুষ্ঠানিক ভাবে ভোটের প্রচার শুরু করে দেওয়ার ছবি বিরল। পশ্চিমবঙ্গ বিজেপির ইতিহাসে তো আরওই বেনজির।

রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি রাহুল সিংহ বৃহস্পতিবার বিকেলে সাংবাদিক বৈঠক করে এই ঘোষণা করেন। তিনি বলেন, ‘‘এ রাজ্যে প্রকাশ্য নির্বাচনী অভিযান আমরা শুরু করছি। আগামী কাল (শুক্রবার) পথসভার মধ্য দিয়ে এই নির্বাচনী যুদ্ধের প্রচারাভিযানের সূত্রপাত হচ্ছে।’’ রাহুল জানান, প্রথমে ‘শক্তিকেন্দ্র’ স্তরে পথসভার আয়োজন হবে। পাঁচটি থেকে সাতটি করে বুথ নিয়ে বিজেপির একটি ‘শক্তিকেন্দ্র’ তৈরি হয়। রাজ্যে ১৩ হাজারের মতো ‘শক্তিকেন্দ্রে’ এই পথসভার আয়োজন হবে। তার মধ্যে শুক্রবারই ১৩০০টি পথসভা হচ্ছে বলে রাহুল জানান। অর্থাৎ প্রায় প্রত্যেক মণ্ডলে একটি করে পথসভা শুক্রবারেই হয়ে যাবে। বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে সেগুলি হবে।

১৫ জানুয়ারির পর থেকে প্রতিটি বিধানসভা কেন্দ্র ভিত্তিক জনসভা শুরু করতে চলেছে বিজেপি। সাংবাদিক বৈঠকে রাহুল জানান, সে সব জনসভায় রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্বের প্রতিনিধিরা থাকবেন। সেগুলির মাঝেই চলতে থাকবে প্রধানমন্ত্রীর কর্মসূচিও। চলতি বছরে পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী তিনটি জনসভা ইতিমধ্যেই করে ফেলেছেন। আলিপুরদুয়ার, দুর্গাপুর ও দমদমে। আরও সাতটি জনসভা তিনি করবেন আগামী কয়েক মাসে। এই অবশিষ্ট সাতটির মধ্যে প্রথম জনসভাটি হতে চলেছে নদিয়ার রানাঘাটে আগামী ২০ ডিসেম্বর। অর্থাৎ সংসদের শীতকালীন অধিবেশন শেষ হওয়ার ঠিক পরের দিন। বিজেপি সূত্রের খবর, প্রয়োজন বুঝে প্রধানমন্ত্রীর জনসভার সংখ্যা বাড়ানোও হতে পারে। জনসভা ছাড়া রোড শো বা অন্য কোনও কর্মসূচিতেও প্রধানমন্ত্রী আসতে পারেন।

এত তাড়াতাড়ি কেন পশ্চিমবঙ্গে আনুষ্ঠানিক ভাবে ভোটের প্রচারে বিজেপি নেমে পড়ছে, সে ব্যাখ্যা রাহুলের সাংবাদিক বৈঠকে মেলেনি। তবে রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য আনন্দবাজার ডট কমকে বলেছেন, ‘‘পশ্চিমবঙ্গে নির্বাচন শুরু হয়ে গিয়েছে বলেই ধরে নেওয়া যায়। এসআইআর শুরু হয়ে গিয়েছে মানে নির্বাচনের দিকে আমরা এগোতে শুরু করেছি। সুতরাং প্রচারও আনুষ্ঠানিক ভাবেই শুরু হয়ে যাওয়া দরকার। যা দরকার, আমরা তাই করছি।’’

West Bengal Politics BJP Bengal Assembly Election Campaign
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy