Advertisement
২৩ এপ্রিল ২০২৪
BJP

পুরনোদেরই পঞ্চায়েতের টিকিট

সূত্রের খবর, দলের রাজ্য দফতরে এই বৈঠকে সাংগঠনিক শক্তির জোরে পঞ্চায়েত দখলের পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে। যাতে ১০০% আসনেই প্রার্থী দেওয়া যায়, তার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

পঞ্চায়েত নির্বাচন হতে এখনও বছরখানেক বাকি।

পঞ্চায়েত নির্বাচন হতে এখনও বছরখানেক বাকি। ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২২ ০৬:৩৬
Share: Save:

পুরনো কর্মীদেরই পঞ্চায়েতে টিকিট দেবে বিজেপি। পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতিতে গঠিত কোর কমিটির তৃতীয় বৈঠক শেষে দলের এমনই বোঝাপড়ার কথা জানালেন কমিটির আহ্বায়ক তথা রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী। তাঁর দাবি, ‘‘হঠাৎ অন্য দল থেকে এসে লম্ফ-ঝম্প করছেন, এমন কর্মীদের থেকে যাঁরা দীর্ঘ দিন মার খেয়ে দল করেছেন, তাঁদেরই পঞ্চায়েতে টিকিট দেওয়া হবে।’’

পঞ্চায়েত নির্বাচন হতে এখনও বছরখানেক বাকি। কিন্তু ইতিমধ্যেই কমিটি গঠন করে প্রস্তুতি শুরু করেছে বিজেপি। সেই কোর কমিটির তৃতীয় সভা ছিল মঙ্গলবার। সূত্রের খবর, দলের রাজ্য দফতরে এই বৈঠকে সাংগঠনিক শক্তির জোরে পঞ্চায়েত দখলের পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে। যাতে ১০০% আসনেই প্রার্থী দেওয়া যায়, তার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। দেবশ্রী বলেন, ‘‘আগের বার আমরা অনভিজ্ঞ ও অবিন্যস্ত ছিলাম। এ বার আমরা শাসক দলের সন্ত্রাস সম্পর্কে অনেক বেশি ওয়াকিবহাল। তাই আমরা বেশ কিছুটা নিজেদের গুছিয়ে নিতে পেরেছি।’’

সূত্রের খবর, এ দিনের আলোচনায় উঠে এসেছে গ্রামাঞ্চলে তৃণমূলের ১০০ দিনের কাজ-সহ পঞ্চায়েতের নানা দুর্নীতি নিয়ে মানুষ বিরক্ত। কেন্দ্রীয় প্রতিনিধিদলের কাছে ভয় ভেঙে তাঁরা মুখ খুলছেন। এই পরিস্থিতিকে কাজে লাগাতে হবে। সাংগঠনিক শক্তিকে সূক্ষ্ম ভাবে নিচুতলায় পৌঁছে দিতে হবে। যাতে মানুষের ‘বিরক্তি’কে দলের পক্ষে আনা যায়। এই নিয়ে কটাক্ষ করে শাসক দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের দাবি, ‘‘সন্ত্রাসের বিষয় নেই। গ্রামাঞ্চলে পরিবার পিছু যে উন্নয়ন হয়েছে, সেই নিরিখে ভোট হবে। বিজেপি প্রার্থী খুঁজে পাবে না। ওরা বরং দিলীপ বিজেপি বনাম সুকান্ত বিজেপি ম্যাচ খেলুক। চ্যাম্পিয়নের ট্রফিটা তৃণমূলই পাবে!’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

BJP West Bengal Panchayat elections
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE