লোকসভা ভোটের আগে বিজেপির জন্য গান গেয়েছিলেন তিনি— ‘‘রাজনাথজি কে স্বপ্নে হোঙ্গে সাকার, করেঙ্গে মোদীজি চমৎকার!’’ পরে পশ্চিমবঙ্গের শ্রীরামপুর কেন্দ্র থেকে লোকসভা ভোটে বিজেপির প্রার্থী হয়েছিলেন গায়ক বাপ্পি লাহিড়ী। কিন্তু ভোটে সেই যে হেরেছেন, তার পর আর বাপ্পির গান শোনার সৌভাগ্য হয়নি বিজেপির।
কুইজ মাস্টার ব্যারি ও’ব্রায়েনও মোদী হাওয়ায় ভর করে চলে এসেছিলেন বিজেপিতে। এখন তিনি বিজেপিতে আছেন কি না, সেটাই হয়ে উঠেছে কুইজের প্রশ্ন!
গায়িকা আরতি মুখোপাধ্যায়ও ২০১৪-র সেপ্টেম্বরে বিজেপিতে যোগ দিয়েছিলেন। কিন্তু তার পর থেকে তাঁকেও বিজেপির সুরে গান গাইতে শোনা যায়নি।