শিল্পীরা রাজনীতিতে এসে মানিয়ে নিতে পারেন না বলেই মনে করেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তৃণমূল বিধায়ক বাবুল সুপ্রিয় বিজেপিতে থাকার সময়ের সমস্যা প্রসঙ্গে কথা বললেও দিলীপের তির অবশ্য সব শিল্পীর দিকেই।
শনিবার আনন্দবাজার অনলাইনের ইউটিউব ও ফেসবুক লাইভ ‘অ-জানাকথা’ অনুষ্ঠানে যোগ দিয়ে দিলীপ বলেন, ‘‘রাজনীতিতে খুব একটা ফিট হন না শিল্পীরা। প্রত্যেককে নিয়েই সমস্যা আছে। আর এটা থাকবেই। কারণ, তাঁরা এক অন্য ধরনের জীবনযাপন করেন। নিজেদের ভগবানের পর্যায়ে নিয়ে যান। সবাই কাছে পেলে হই হই করে। ভাবেন আমি খুব জনপ্রিয়। রাজনীতিতে এসে দলের কর্মীদের সঙ্গেও তাঁরা সেই ধরনের ব্যবহার করেন যেটা সাধারণ মানুষের সঙ্গে করেন। দলের রীতি-নীতি, শৃঙ্খলা মানার অভ্যাস থাকে না। শুধু অভ্যাস নয়, ইচ্ছাও থাকে না।’’