বিজেপিশাসিত বিভিন্ন রাজ্যে বাংলাদেশি সন্দেহে এ রাজ্যের বহু মানুষকে হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ। সেই আবহে সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) আবেদনপত্র পূরণের জন্য শিবির হল বিজেপি নেতার উদ্যোগে। বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনার বাগদার চুয়াটিয়ায় বাগদা পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা সৌরভ গয়ালির উদ্যোগে সেই শিবির হয়েছে। সৌরভের দাবি, “এত দিন অনলাইনে সিএএ-র আবেদন করতে কিছু সমস্যা হচ্ছিল। তাই শিবির করা হল।” এ দিন জনা পঞ্চাশ মানুষ আবেদন করেছেন বলে দাবি সৌরভের।
আবেদনকারীদের অন্যতম বাগদার সাগরপুরের বাসিন্দা সুধীর পাণ্ডে। বাংলাদেশের মাদারিপুরের ওই বাসিন্দা ২০০৩ সালে এ দেশে আসেন। তাঁর কথায়, “আমার এ দেশের আধার কার্ড, ভোটার কার্ড— কিছুই নেই। শুধু ভারতে জমির দলিলটুকু আছে। তাই দিয়ে আবেদন করছি। জানি না, নাগরিকত্ব পাব কি না।” গত লোকসভা ভোটের আগে সিএএ চালু হওয়ায়, নদিয়া এবং উত্তর ২৪ পরগনার কিছু মানুষ আবেদনের ভিত্তিতে নাগরিকত্ব পেয়েছিলেন।
তৃণমূল নেতা তথা ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিকের বক্তব্য, “আমাদের আবেদন, যাঁরা বৈধ নথিপত্র নিয়ে এ রাজ্যে বসবাস করছেন, তাঁরা কেউ সিএএ-তে আবেদন করবেন না। করলে, বিজেপি তাঁদের ডিটেনশন ক্যাম্পে পাঠাবে।” কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর বলেন, “সিএএ নাগরিকত্ব দেওয়ার আইন, নাগরিকত্ব কাড়ার আইন নয়। এমন শিবির আরও হবে।”
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)