গত পুর নির্বাচনে পরাজিত হলেও টানা পাঁচ বারের কাউন্সিলর ছিলেন কলকাতার। ৪২ নম্বর ওয়ার্ড থেকে ১৯৯৫ সাল থেকে টানা জিতলেও এ বার পারেননি। তবে লড়াইয়ে ছিলেন। সেই সুনীতা ঝাওয়ারও কি এ বার গেরুয়া শিবিরের বিদ্রোহীদের তালিকায় নাম লেখালেন? এমন প্রশ্ন তৈরি হল বিজেপি-র উত্তর কলকাতা জেলার নতুন সভাপতি কল্যাণ চৌবেকে লেখা একটি চিঠির পরে। বৃহস্পতিবার বিকেলে উত্তর কলকাতা জেলা কমিটি ঘোষণা করেন কল্যাণ। সেই কমিটিতে জেলার অন্যতম সহ-সভাপতি করা হয় সুনীতাকে। আর তার ঘণ্টাখানেকের মধ্যেই কল্যাণের উদ্দেশে চিঠি পাঠান সুনীতা। জানিয়ে দেন ব্যক্তিগত কারণে তিনি ওই দায়িত্ব নিতে পারবেন না। ইস্তফাপত্রে সাধারণ কর্মী হিসেবে কাজ করার ইচ্ছাও প্রকাশ করেছেন তিনি।