সবে শুরু হয়েছে সংবর্ধনা কর্মসূচি। বিজেপির নবনির্বাচিত রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের হাতে তখনও শংসাপত্র তুলে দেননি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। ঠিক সেই সময়ে ভরা মঞ্চেই অসুস্থ হয়ে পড়লেন উত্তর কলকাতার বিজেপি নেতা। তড়িঘড়ি তাঁকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
বিজেপি সূত্রে খবর, শমীকের সংবর্ধনা কর্মসূচি শুরু হওয়ার কিছু ক্ষণ পরেই ঘটনাটি ঘটে। মঞ্চেই হৃদ্রোগে আক্রান্ত হন দলের উত্তর কলকাতার জেলা সভাপতি তমোঘ্ন ঘোষ। সঙ্গে সঙ্গেই দলের নেতা-কর্মীরা তাঁকে অমিতাভ চক্রবর্তীর গাড়িতে করে হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তমোঘ্নের শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানিয়েছে বিজেপি সূত্র।
বুধবার বিজেপির সভাপতি নির্বাচনের জন্য মনোনয়ন জমা দেওয়া এবং স্ক্রুটিনির কাজ হয়েছে সল্টলেকের বিজেপির দফতরে। সেখানে শুধু একটিই বৈধ মনোনয়ন জমা এবং গৃহীত হয়েছিল, যা শমীকের। তার ভিত্তিতেই শমীক দলের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার তাঁর হাতে আনুষ্ঠানিক ভাবে শংসাপত্র তুলে দেন কেন্দ্রীয় বিজেপির নিযুক্ত নির্বাচনী আধিকারিক রবিশঙ্কর। সায়েন্স সিটিতে এই কর্মসূচি আয়োজনে তমোঘ্নের ভূমিকা ছিল।