Advertisement
২৩ এপ্রিল ২০২৪
BJP

Bengal Politics: ‘গরুর গাড়ির হেডলাইট’, তথাগতর কটাক্ষের পাল্টায় ‘পুঁই শাকের ক্যাশ মেমো’ বলল তৃণমূল

শনিবার তৃণমূল বিভিন্ন সাংগঠনিক দায়িত্ব ঘোষণা করে। অনেকেই সর্বভারতীয় দায়িত্ব পেয়েছেন।তা নিয়েই কটাক্ষ করেছেন তথাগত।

তথাগতর টুইটের পাল্টা কটাক্ষ করেছে তৃণমূল।

তথাগতর টুইটের পাল্টা কটাক্ষ করেছে তৃণমূল।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৬ জুন ২০২১ ১৮:৩২
Share: Save:

বিজেপি নেতা তথাগত রায় টুইটারে খুবই নিয়মিত। তবে তাতে বিরোধীদের থেকে দলের নেতাদেরই বেশি কটাক্ষ করে থাকেন। এর জন্য সম্প্রতি বিজেপি-র কেন্দ্রীয়নেতৃত্ব তলবও করেছে তাঁকে। এ বার তাঁর ব্যঙ্গাত্মক মন্তব্য তৃণমূলকে। তাঁর দাবি, তৃণমূলের ‘সর্বভারতীয়’ পরিচয় আসলে ‘গরুর গাড়ির হেডলাইট’। এর জবাবে তথাগত সম্পর্কে তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের পাল্টা মন্তব্য ‘পুঁই শাকের ক্যাশ মেমো’।

শনিবার তৃণমূল বিভিন্ন সাংগঠনিক দায়িত্ব ঘোষণা করে। অনেকেই সর্বভারতীয় দায়িত্ব পেয়েছেন। সেই খবর সরাসরি প্রকাশ করে আনন্দবাজার ডিজিটাল। অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় সাধারণ সম্পাদক হয়েছেন সেই খবর প্রকাশ হওয়ার পরে তার স্ক্রিন শট নিয়ে সৌমেন মণ্ডল নামে এক বিজেপি কর্মী টুইট করেন। সেখানে লেখেন, ‘তৃণমূল আবার সর্বভারতীয় হল কবে?’ সেটিকেই রবিবার রিটুইট করেন তথাগত। সঙ্গে লেখেন, ‘গতকাল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দলের বেশ কিছু সর্বভারতীয় পদের ঘোষণা হল। আমার একটা বহুদিন আগে দেখা নাটকের কথা মনে পড়ে গেল! গরুর গাড়ির হেডলাইট!’ তবে তথাগতকে পাল্টা আক্রমণ করতে ছাড়েনি তৃণমূল।

দল সম্পর্কে এ হেন কটাক্ষের জবাব দিতে গিয়ে কুণাল বলেন, ‘‘ওঁর সম্পর্কে বলতে হয়, পুঁই শাকের ক্যাশ মেমো। রাজ্যপালের দায়িত্ব সামলে আবার রাজনীতিতে ঢুকতে চেয়েছিলেন। দিলীপ ঘোষ তো চৌকাঠও টপকাতে দেননি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

BJP TMC Tathagata Roy
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE