বিজেপি বিধায়কের নামে ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট খুলে টাকা তোলার অভিযোগ উঠল। শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের নামে একটি ভুয়ো অ্যাকাউন্ট খুলে বিভিন্ন লোকজনের থেকে টাকা চাওয়ার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। রবিবার সকালেই সে কথা জানতে পারেন বিজেপি বিধায়ক। জানা মাত্রই, তিনি ফোন করে বিষয়টি জানান শিলিগুড়ি পুলিশ কমিশনারেটে। পাশাপাশি বিজেপি-র আইটি সেলকেও ভুয়ো অ্যাকাউন্ট প্রসঙ্গে জানান শঙ্কর। সঙ্গে সঙ্গে নিজের ফেসবুক পেজে লাইভে এসেও এই ভুয়ো অ্যাকাউন্ট বিষয়ে সতর্ক করে দেন শিলিগুড়ির মানুষকে। কেউ যেন ভুলবশত টাকা না দেন, সেই অনুরোধও করেন তিনি।