প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে। শনিবার দিল্লি এমসে গিয়ে তাঁর সঙ্গে দেখা করার পরে এমনটাই জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কলকাতার হাসপাতাল থেকে এয়ার অ্যাম্বুল্যান্সে করে তমলুকের বিজেপি সাংসদকে দিল্লির এমসে নিয়ে যাওয়া হয়েছিল। এখন সেখানেই ভর্তি রয়েছেন তিনি।
শনিবার দিল্লি গিয়েছেন শুভেন্দু। সেখানে গিয়েই হাসপাতালে অভিজিৎকে দেখতে যান তিনি। কলকাতার হাসপাতালে যখন অভিজিৎ ভর্তি ছিলেন, তখন সেখানেও তাঁকে দেখতে গিয়েছিলেন শুভেন্দু। সূত্রের খবর, অভিজিতের শরীরের খবর তিনি আগেই নিয়েছিলেন। তার পরেই তাঁকে দেখতে যান হাসপাতালে। সাক্ষাতের ছবি সমাজমাধ্যমে পোস্ট করেন শুভেন্দু। তিনি লেখেন, ‘‘আমি এটা জানাতে পেরে খুশি যে, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের শারীরিক অবস্থা স্থিতিশীল। তাঁর দ্রুত আরোগ্যের জন্য মা কালীর কাছে প্রার্থনা করছি।’’
গত সপ্তাহেই বিজেপির একটি সূত্র জানায়, অভিজিতের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। গত শনিবার তাঁকে আইসিইউ থেকে বার করে জেনারেল বেডে দেওয়া হয়। দিল্লি এমসে তাঁর চিকিৎসার জন্য মেডিক্যাল বোর্ডও গঠন করা হয়। সেখানে ভর্তি হওয়ার পর তাঁর শরীর থেকে ‘ফ্লুইড’ বার করা হয় বলে হাসপাতাল সূত্রে খবর। যদিও কলকাতার হাসপাতালেও তাঁর শরীর থেকে ‘ফ্লুইড’ বার করা হয়েছিল।
প্যানক্রিয়াসের সমস্যা নিয়ে কলকাতার এক হাসপাতালে ভর্তি করানো হয় অভিজিৎকে। সেখানে কিছু দিন তাঁর চিকিৎসা চলার পর পরিবারের সদস্য ও বিজেপি নেতৃত্ব একযোগে সাংসদকে দিল্লির এমসে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। বিজেপির সভাপতি তথা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নড্ডা এবং সংসদীয় মন্ত্রী কিরেন রিজিজু তমলুক সাংসদের শারীরিক বিষয়টির দেখভাল করছেন।