ফের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম তুলে নিশানা করলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। বুধবার জলপাইগুড়ির ধূপগুড়িতে এসে ‘তোলাবাজ’ বলে কটাক্ষ করলেন অভিষেককে।
সৌমিত্র বলেন, ‘‘অশুভ শক্তির নাম নিতে নেই। মা দুর্গার নাম নিতে হয়। মা লক্ষ্মীর নাম নিতে হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন এক অশুভ শক্তি।’’ সেই সঙ্গে জনতার উদ্দেশে তাঁর মন্তব্য, ‘‘মহিষাসুরের নাম কেউ নেন? ‘জয় মহিষাসুর’ কেউ বলেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা মহিষাসুর। একটা রাক্ষস। রাজ্যে যত প্রকল্প আছে সেই প্রকল্পের টাকা চুরি করে কালীঘাটে পৌঁছে যাচ্ছে।’’
রবিবার অভিষেক তাঁর লোকসভা কেন্দ্র, দক্ষিণ ২৪ পরগণার ডায়মন্ড হারবারের সভায় বিজেপি নেতৃত্বের ‘ভাইপো-কটাক্ষের’ জবাবে বলেছিলেন, ‘‘সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নেওয়ার বুকের পাটা নেই প্রধানমন্ত্রীর। বিজেপির ছোট-বড়-মেজো নেতাদেরও নেই। যাঁরা নিয়েছিলেন, আদালতে তাঁদের জবাব দিয়েছি।’’ এরপর সোমবার বিজেপি-র যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র কোচবিহারে ‘চায়ে পে চর্চা’ কর্মসূচিতে অভিষেকের নাম করে তাঁকে ‘চোর-ডাকাত-কয়লা মাফিয়া’ বলেছিলেন।