নদিয়া জেলার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে আপাতত উপনির্বাচন না-করার আবেদন জানিয়ে মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি লিখলেন রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। কালীগঞ্জের তৃণমূল কংগ্রেস বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের মৃত্যুর পর আসনটি শূন্য হয়েছে। সেই আসনে উপনির্বাচনের প্রাথমিক প্রস্তুতি শুরু করেছে কমিশন। কিন্তু কমিশনকে দেওয়া চিঠিতে বিজেপি সাংসদের বক্তব্য, পশ্চিমবঙ্গের রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি স্বাভাবিক নয়। রাজ্যে বিধানসভা নির্বাচনের আর এক বছরও বাকি নেই। এই পরিস্থিতিতে উপনির্বাচন করা মানে জনগণের অর্থের অপচয়। তাই বিধানসভা নির্বাচনের সময়েই একেবারে কালীগঞ্জে নির্বাচন করা হোক। জগন্নাথ বলেন, ‘‘পশ্চিমবঙ্গে উপনির্বাচনে প্রশাসনের মদতে তৃণমূলের দুষ্কৃতীরা ভোট লুট করে। সাধারণ মানুষ ভোট দেওয়ার সুযোগ পান না। এই সময়ে উপনির্বাচন মানে শুধুই অর্থ নষ্ট।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)