সদ্য অপসারিত জেলা সভাপতিদের দলের রাজ্য কার্যনির্বাহী কমিটিতে অন্তর্ভুক্ত করল বিজেপি। জেলা সভাপতি পদে রদবদলের পরে কিছু জেলায় দলের মধ্যে ক্ষোভ মাথাচাড়া দিয়েছে। বিধাননগরে দলের নয়া কার্যালয়ে মঙ্গলবারই ফের বিক্ষোভ দেখিয়েছেন মথুরাপুর সাংগঠনিক জেলার নেতা-কর্মীরা। এই পরিস্থিতিতে লোকসভা ভোটের প্রস্তুতির কথা মাথায় রেখে ক্ষোভ সামাল দেওয়া এবং সংগঠনে ভারসাম্য রাখতেই প্রাক্তন জেলা সভাপতিদের রাজ্য কার্যনির্বাহী কমিটিতে অন্তর্ভুক্ত করা করা হল বলে বিজেপি সূত্রের ব্যাখ্যা।
বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এ দিন রাতে যে নতুন কমিটি ঘোষণা করেছেন, সেখানে জায়গা পেয়েছেন শিলিগুড়ির প্রাক্তন জেলা সভাপতি আনন্দময় বর্মণ, ব্যারাকপুর, আলিপুরদুয়ার, দক্ষিণ কলকাতা, তমলুক ও আরামবাগ সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি যথাক্রমে মণিমোহন ভট্টাচার্য, ভূষণ মোদক, সঙ্ঘমিত্রা চৌধুরী, সুদাম পণ্ডিত, সুশান্ত বেরা। সদ্য ঘোষিত রাজ্য কার্যনির্বাহী কমিটিতে জায়গা হয়েছে মথুরাপুর সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি প্রদ্যুৎ বৈদ্যেরও। কমিটি মোট ১৮ জনের।
মথুরাপুর সাংগঠনিক জেলার নেতৃত্ব রদবদল নিয়ে শনিবারের পরে এ দিনও বিধাননগরের দফতরে বিক্ষোভ হয়েছে। বিক্ষোভের আঁচ এ দিন অবশ্য যথেষ্টই বেশি ছিল। বিক্ষুব্ধ কর্মী-সমর্থকেরা ভিতরে ঢুকতে চাইলে দফতরের কর্মীরা তাঁদের আটকানোর চেষ্টা করেন। শেষ পর্যন্ত তাঁদের সঙ্গে হাতাহাতি বেধে যায়। বিক্ষোভকারীরা নয়া জেলা সভাপতি নব্যেন্দু সুন্দর নস্করের কুশপুতুল দাহ করেন। সেই সময় দফতরে ঢুকছিলেন রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র
শমীক ভট্টাচার্য। বিক্ষোভকারীরা তাঁর রাস্তার সামনে শুয়ে পড়েন। তাঁর পা জড়িয়ে ধরে বিক্ষুব্ধ কর্মী-সমর্থকেরা জেলা সভাপতি বদলের আবেদন জানান!
বিক্ষোভকারীদের অভিযোগ, নব্যেন্দু এ বার পঞ্চায়েত নির্বাচনে ‘বিক্ষুব্ধ তৃণমূল’ হিসেবে বিজেপির বিরুদ্ধে জোড়া পাতা চিহ্নে লড়াই করে ৫০ ভোটে পদ্ম প্রার্থীকে পরাজিত করেছেন। এমন এক জনকে কেন দলের জেলা সভাপতি করা হল, সেই প্রশ্ন তুলেছেন তাঁরা। শমীক অবশ্য বলেন, ‘‘আমাদের দলে এই ঘটনা অনভিপ্রেত। দলের তরফে কোনও ভুল হয়ে থাকলে তা যেমন নেতৃত্ব দেখবেন, তেমনই নেতৃত্ব কোনও রকম বিশৃঙ্খলা বরদাস্ত করবেন না।’’ পরে বিদায়ী জেলা সভাপতি প্রদ্যুতের নাম দেখা গিয়েছে কার্যনির্বাহী কমিটিতে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)