Advertisement
১৯ এপ্রিল ২০২৪

কাউন্সিলর কেনাবেচা রুখতে কৌশলী বিজেপি

খড়্গপুর কাণ্ডের পুনরাবৃত্তি ঠেকাতে যে সব জায়গায় তৃণমূলের তরফে দলীয় কাউন্সিলরদের ভাঙিয়ে নেওয়ার আশঙ্কা আছে, সেখানে তাঁদের আপাতত আত্মগোপন করে থাকার পরামর্শ দিচ্ছেন রাজ্য বিজেপি নেতৃত্ব। ৩৫ আসনের খড়্গপুর পুরসভায় বিজেপি পেয়েছিল ৭টি আসন। কিন্তু গত বৃহস্পতিবার তাদের চার কাউন্সিলরকে তৃণমূল ভাঙিয়ে নিয়েছে। বিজেপি-র বাকি তিন কাউন্সিলর তৃণমূলের হাত থেকে বাঁচতে দলের রাজ্য নেতৃত্বেরই পরামর্শে আত্মগোপন করে রয়েছেন। খড়্গপুর ছাড়া অন্য যে সব জায়গায় পরিস্থিতি ঘোরালো, সেখানেও একই কৌশল নিচ্ছে বিজেপি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০১ জুন ২০১৫ ০৪:০৯
Share: Save:

খড়্গপুর কাণ্ডের পুনরাবৃত্তি ঠেকাতে যে সব জায়গায় তৃণমূলের তরফে দলীয় কাউন্সিলরদের ভাঙিয়ে নেওয়ার আশঙ্কা আছে, সেখানে তাঁদের আপাতত আত্মগোপন করে থাকার পরামর্শ দিচ্ছেন রাজ্য বিজেপি নেতৃত্ব।

৩৫ আসনের খড়্গপুর পুরসভায় বিজেপি পেয়েছিল ৭টি আসন। কিন্তু গত বৃহস্পতিবার তাদের চার কাউন্সিলরকে তৃণমূল ভাঙিয়ে নিয়েছে। বিজেপি-র বাকি তিন কাউন্সিলর তৃণমূলের হাত থেকে বাঁচতে দলের রাজ্য নেতৃত্বেরই পরামর্শে আত্মগোপন করে রয়েছেন। খড়্গপুর ছাড়া অন্য যে সব জায়গায় পরিস্থিতি ঘোরালো, সেখানেও একই কৌশল নিচ্ছে বিজেপি।

কাউন্সিলর কেনা-বেচা ঠেকানো নিয়ে আলোচনা এবং পুরভোটের ফল বিশ্লেষণ করতে শনিবার বৈঠকে বসেন বিজেপি-র রাজ্য সভাপতি রাহুল সিংহ, সহ সভাপতি প্রতাপ বন্দ্যোপাধ্যায়, সাধারণ সম্পাদক (সংগঠন) অমলেন্দু চট্টোপাধ্যায়-সহ কয়েক জন নেতা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE