E-Paper

বিধানসভায় নিরাপত্তা, নিয়মে প্রশ্ন বিজেপির

মামলায় বিচারপতি কেন্দ্র ও রাজ্যের দুই বাহিনীর জন্য দু’রকম নিয়ম নিয়ে প্রশ্ন করেছিলেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৫ ০৯:২৮
—প্রতীকী চিত্র।

—প্রতীকী চিত্র।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর নিরাপত্তারক্ষীদের বিধানসভা ভবনে প্রবেশ নিয়ে প্রশ্ন তুলল বিজেপি। বিরোধী দলনেতা-সহ বিজেপি বিধায়কদের যে কেন্দ্রীয় নিরাপত্তা রয়েছে, সেই রক্ষীদের বিধানসভায় প্রবেশে নিষেধাজ্ঞা থাকায় আদালতের দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দু অধিকারী। ওই মামলায় বিচারপতি কেন্দ্র ও রাজ্যের দুই বাহিনীর জন্য দু’রকম নিয়ম নিয়ে প্রশ্ন করেছিলেন। তার পরে মন্ত্রী ও বিধায়কদের সশস্ত্র নিরাপত্তারক্ষীদের বিধানসভার ভিতরে প্রবেশে নিষেধ করেছেন স্পিকার। মুখ্যমন্ত্রীর নিরাপত্তারক্ষীদের অবশ্য এই সিদ্ধান্তের বাইরে রাখা হয়েছে। তবে বিজেপির প্রশ্ন, নিরাপত্তার ‘ক্যাটিগরি’ অনুযায়ী যাঁরা রক্ষী পান ( যেমন, বিরোধী দলনেতা), তাঁদের ক্ষেত্রে পৃথক নিয়ম হবে কেন? বিষয়টি ফের আদালতের নজরে আনার ভাবনা-চিন্তা হচ্ছে বলে বিজেপি সূত্রের খবর।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

West Bengal Legislative Assembly Bidhan Sabha Bhaban

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy