মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুৎসা করলে তার জিভ টেনে ছিঁড়ে দেওয়ার নিদান দিয়েছেন নদিয়ার নেতা তথা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। রবিবার তা নিয়ে সরব হয়েছেন বিজেপি নেতৃত্ব।
নদিয়ার কৃষ্ণনগরে শনিবার মহার্ঘ ভাতা নিয়ে সংগ্রামী যৌথ মঞ্চের পাল্টা কর্মসূচি নিয়েছিল তৃণমূলের বিভিন্ন শাখা সংগঠন। সেখানেই পোস্ট অফিস মোড়ে পথসভায় উজ্জ্বলকে বলতে শোনা যায়, “সেই আন্দোলন যাতে না দেখাতে পারো, তার জন্য আমরা তৈরি আছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুৎসা করলে তার জিভ টেনে ছিঁড়ে দাও, এই হবে আমাদের আন্দোলনের আসল রূপরেখা।”
রবিবার তাঁর টুইটে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার লেখেন, “বিষয়টি সুপ্রিম কোর্টে বিচারাধীন এবং মন্ত্রী হিংসায় উৎসাহ দিচ্ছেন। মুখ্যমন্ত্রীর অনুমতি ছাড়া কি এটা সম্ভব?”
বিজেপির তরফে পশ্চিমবঙ্গের ভারপ্রাপ্ত অমিত মালব্য টুইটে দাবি করেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন বাংলায় হিংসা এবং বিরোধী স্বরের কণ্ঠরোধই নিয়ম হয়ে দাঁড়িয়েছে।”
এ দিন উজ্জ্বল পাল্টা বলেন, “কেন্দ্র যখন পেনশন বন্ধ করে দিচ্ছে তখন কেউ কিছু বলছে না। আর মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য নানা প্রকল্প আনছেন, তাঁর বিরুদ্ধে নানা কুৎসা করা হচ্ছে।” নিজের মন্তব্য থেকে কার্যত পিছু না হটে এ দিন তিনি আরও বলেছেন, “যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কুৎসা করবে, তাদের জন্য কথাটা বলেছি।”
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)