শহর-সহ রাজ্যের বিভিন্ন এলাকার মাটি শুক্রবার সকালে আচমকা কেঁপে উঠল। এর জন্য কি ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) দায়ী?— ভূমিকম্পের আকস্মিকতা কাটিয়ে উঠে তৎক্ষণাৎ এমন কটাক্ষের সুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করল রাজ্য বিজেপি! তৃণমূল কংগ্রেসও আগামী বিধানসভা ভোটের ‘সম্ভাব্য ফল’ উল্লেখ করে পাল্টা জবাব দিয়েছে। আর এ ভাবেই পশ্চিমবঙ্গে রাজনীতির রিখটার স্কেলে এসআইআর-তরজার সঙ্গেই জুড়ে গেল ভূমিকম্পও!
এই মুহূর্তে রাজ্যে নানা মৃত্যুকে কেন্দ্র করে লাগাতার এসআইআর-‘আতঙ্কে’র কথা বলছেন মুখ্যমন্ত্রী। এমনকি, এসআইআর প্রক্রিয়া আপাতত স্থগিত করার দাবিও তুলেছেন। এসআইআর শুরু হওয়ায় তাঁর ভোট-ব্যাঙ্ক নিয়ে মমতাই ‘আতঙ্কে’ বলে পাল্টা প্রচার করছে বিজেপি। এই পরিস্থিতিতে এ দিন রাজ্য বিজেপি এক্স হ্যান্ডলে মমতার উদ্দেশে প্রশ্ন করেছে, ‘পশ্চিমবঙ্গে কম্পন অনুভূত হল। এটা কি এসআইআর-এর জন্য?’ কিছু ক্ষণের মধ্যেই বিজেপির প্রশ্নের উত্তর দিয়েছে তৃণমূল। বিরোধী দলের উদ্দেশে তাদের জবাব, ‘এটা আসলে ২০২৬-এ আসন্ন বিধানসভা ভোটে ভরাডুবি হবে জেনে বিজেপির পায়ের তলার মাটি কেঁপে ওঠা।’ এর সঙ্গেই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে ‘জমিদার’ বলে যে কটাক্ষ মমতা-সহ দলের তাবড় নেতৃত্ব করে থাকেন, সেই সূত্র ধরেই তৃণমূলের সংযোজন, ‘চিন্তা নেই, দিল্লির জমিদারদের কাছেও এই কম্পনের রেশ পৌঁছে যাবে’!
রাজনৈতিক শিবিরের একাংশের মতে, এ দিনের ভূমিকম্পের উৎসস্থল বাংলাদেশে। কিন্তু অনাবৃষ্টি, অতিবৃষ্টি থেকে সব কিছুই যে ভাবে পশ্চিমবঙ্গে রাজনীতির আওতায় চলে আসে, তাতে মাটির কাঁপনও যে বাদ যাবে না, এতে আর আশ্চর্য কী!
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)