কেন্দ্রের বিরুদ্ধে রাজ্যের বঞ্চনার অভিযোগেই বাজেটের পরে ফের সরব হয়েছে তৃণমূল। তারই পাল্টা রাজ্যের বিরুদ্ধে ‘অসহযোগিতা’র অভিযোগ তুলে প্রতিটি বিধানসভায় ঘুরবেন বিজেপির প্রতিনিধিরা। দায়িত্ব দেওয়া হয়েছে দলের যুব মোর্চাকে। বিজেপি সূত্রের খবর, বিধাননগরে কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের উপস্থিতিতে এই ‘বাজেট আড্ডা’ কর্মসূচির উদ্বোধন হতে পারে রবিবার।
বাজেটের পরে তা নিয়ে আলোচনায় প্রতিটি রাজ্যে সচরাচর উপস্থিত থাকেন এক জন কেন্দ্রীয় মন্ত্রী। তবে তা কার্যত সীমাবদ্ধ থাকে বণিক ও শিল্প মহলের মধ্যেই। কিন্তু তৃণমূল বিধানসভা নির্বাচনের আগে ‘বঞ্চনা’কে ‘হাতিহার’ করতে পারে আন্দাজ করে এ বার যুব মোর্চাকে পথে নামিয়ে পাল্টা প্রচার গড়ে তুলতে চায় বিজেপি। দল ভাগ করে যুব মোর্চার নেতা-কর্মীরা ২৯৪টি কেন্দ্রে গিয়েই সাধারণ মানুষের সঙ্গে বাজেট নিয়ে ‘আড্ডা’ দেবেন। গ্রাম, মফস্সল ও শহরে ভাগাভাগি করে প্রচারের পাশাপাশি জঙ্গলমহল এবং উত্তরবঙ্গের চা-বাগানকে বাড়তি গুরুত্ব দেওয়া হবে। সূত্রের খবর, সুনীল বনসল, অমিত মালবীয়-সহ বিজেপির শীর্ষ নেতারাও বিভিন্ন পর্যায়ে থাকতে পারেন এই কর্মসূচিতে। যে সব এলাকায় বিজেপির জনপ্রতিনিধি আছে, সেখানে তাঁদের এই কর্মসূচিতে যোগ দিতে বলা হয়েছে। এই পরিকল্পনা প্রসঙ্গে যুব মোর্চার রাজ্য সভাপতি ইন্দ্রনীল খাঁ-র বক্তব্য, “বাজেট নিয়ে তৃণমূল মিথ্যা প্রচার করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করে। আমরা জনগণের মধ্যে গিয়ে সেই বিভ্রান্তি দূর করে বাংলার জন্য মোদী সরকার যে কতটা দরাজ, সেই বিষয়টি সম্পর্কে সচেতন করব। সেই সঙ্গে রাজ্যে তৃণমূল সরকারের জন্যই যে জনহিতকর প্রকল্প গুলি থেকে বাংলার মানুষ বঞ্চিত হচ্ছেন, সে কথা বলব।’’
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)