দুয়ারে সরকার প্রকল্পের জন্য যেদিন রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার নিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, সেদিনই বিজেপির দলীয় বৈঠকে উঠে এল কেন্দ্রীয় প্রকল্পগুলিকেও বাংলার মানুষের ‘দুয়ারে’ নিয়ে যাওয়ার প্রস্তাব।
বিজেপির উত্তর কলকাতা সাংগঠনিক জেলার বৈঠক উপলক্ষে শনিবার উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির ভারপ্রাপ্ত কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসল। সূত্রের খবর, বৈঠকে তিনি কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা সম্পর্কে সাধারণ মানুষকে আরও বেশি সচেতন করার কথা বলছিলেন। তাঁর মতে, আয়ুষ্মান ভারতের মতো এমন অনেক কেন্দ্রীয় প্রকল্প আছে, যার সুফল সারা ভারতের মানুষ পেলেও বাংলার মানুষ বঞ্চিত হচ্ছেন। আবার প্রধানমন্ত্রী আবাস যোজনার মতো প্রকল্পগুলির বাংলায় নাম বদল হয়েছে। ফলে আসল তথ্য মানুষের কাছে নিয়ে যেতে হবে। সেই সময় এক নেতা প্রস্তাব দেন, এলাকায় এলাকায় ক্যাম্প করে এই নিয়ে প্রচার করা যায় কি না। জবাবে বনসল জানান, শহর এলাকায় ওয়ার্ডে ওয়ার্ডে এবং গ্রামে পঞ্চায়েতে ক্যাম্প করে এই ধরনের প্রচার করা যেতেই পারে। সেই সঙ্গে এই নিয়ে প্রচারপত্র বিলি করা যেতে পারে।
কার্যত দুয়ারে সরকারের আদলে বিজেপির এই ক্যাম্প করার ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলেও। কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, “দুয়ারে হতাশা! বুথে লোক নেই। পঞ্চায়েতে প্রার্থী দিতে পারবে না। তারা আবার বুথে ক্যাম্প করবে!” যদিও বিজেপি একে তৃণমূল সরকারের পরিকল্পনার অনুকরণ বলে মানতে নারাজ। দলের সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ বলেন, “আমরা পঞ্চায়েত সম্মেলন করছি। এর আগেও লাভার্থী সম্মেলন করেছিলাম। আমরা সারা বছর গ্রামে যাই। তৃণমূলের নেতাদের ক্ষমতা নেই গ্রামে গ্রামে গিয়ে কর্মসূচি করবে।”