সেনাবাহিনীর কৃতিত্বকে কুর্নিশ জানিয়ে সোমবার থেকে ‘মিশন সিঁদুর’ কর্মসূচি নিয়ে রাস্তায় নামল রাজ্য বিজেপির মহিলা মোর্চার। হাতে প্রতীকী সিঁদুর কৌটো নিয়ে উত্তর কলকাতায় মিছিল করল মহিলা মোর্চা। বাগবাজার থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিলের নেতৃত্বে ছিলেন মোর্চার রাজ্য সভানেত্রী ফাল্গুনী পাত্র, রাজ্য বিজেপির অন্যতম সাধারণ সম্পাদক অগ্নিমিত্রা পাল, লকেট চট্টোপাধ্যায়, উত্তর কলকাতা সাংগঠনিক জেলার সভাপতি তমোঘ্ন ঘোষ, বর্ষীয়ান নেতা তাপস রায় প্রমুখ। মহিলারা ‘অপারেশন সিঁদুরে’র কৃতিত্বকে মনে রেখে মহিলারা রাস্তা জুড়ে সিঁদুর খেলেন। জাতীয় পতাকা হাতে মিছিলে ভিড় ছিল চোখে পড়ার মতোই।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)