Advertisement
০৭ মে ২০২৪

নিজের অফিসে বসে এই কাণ্ড? তদন্তের মুখে বিডিও

অফিসে বসে ‘চুমুক দিচ্ছেন’ বিয়ারের বোতলে। নিজের ফেসবুক প্রোফাইলে নিজেরই নিয়ম ভঙ্গের সেই ছবি ‘আপলোড করে’ বিতর্কে জড়ালেন কোচবিহারের তুফানগঞ্জ(১)-এর বিডিও রাজু লামা।

ফেসবুক থেকে পাওয়া সেই বিতর্কিত ছবি।

ফেসবুক থেকে পাওয়া সেই বিতর্কিত ছবি।

নিজস্ব সংবাদদাতা
কোচবিহার শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০১৬ ১৮:৩১
Share: Save:

অফিসে বসে ‘চুমুক দিচ্ছেন’ বিয়ারের বোতলে। নিজের ফেসবুক প্রোফাইলে নিজেরই নিয়ম ভঙ্গের সেই ছবি ‘আপলোড করে’ বিতর্কে জড়ালেন কোচবিহারের তুফানগঞ্জ(১)-এর বিডিও রাজু লামা। রাজ্যে ভোট প্রক্রিয়ার মধ্যে শুক্রবার ঘটনাটি জানাজানি হতেই প্রশাসনিক মহলে তোলপাড় পড়ে গিয়েছে। বিষয়টি জেনেছেন খোদ কোচবিহারের জেলাশাসক পি উল্গানাথনও। গোটা ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। উল্গানাথন বলেন, “ ওই খবর আমার কাছেও এসেছে। সত্যিই অফিসে বসে কাজের সময়ে ঘটনাটি হয়েছে কি না সে সব খতিয়ে দেখা হচ্ছে। তুফানগঞ্জের মহকুমা শাসককে ওই ব্যাপারে তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।”

প্রশাসন সূত্রেই জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে বিডিও রাজু লামার ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি আপলোড হয়। ছবিতে দেখা গিয়েছে, টেবিলের ওপর সাজানো পাঁচটি বিয়ারের বোতল। আছে একটি বিয়ার ভরা গ্লাসও। রাজুবাবু নিজে একটি বোতলে চুমুক দিতে ব্যস্ত। ছবিতে অনেকেই লাইক ও কমেন্ট করেন।

আরও পড়ুন: ভরদুপুরে ক্যারম খেলে কর্মহীন কার্সিয়াং

ঘটনা চাউর হতেই প্রশাসনের অন্দরে হুলুস্থুল শুরু হয়। অফিসে বসে মদ খাওয়াই শুধু নয়, কোন দুঃসাহসে ওই ছবি বিডিও আপলোড করলেন তা নিয়েও প্রশ্ন ওঠে। পরিস্থিতির জেরে পুরো ঘটনার তদন্তের নির্দেশ দেন জেলাশাসক। সরকারি সূত্রের খবর, বিডিও’কে এনিয়ে শো-কজও করা হবে।

যার ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইলে ওই ছবি আপলোড ঘিরে এমন বিতর্ক সেই বিডিও অবশ্য ছবি আপলোডের ঘটনাটিকে ‘ষড়যন্ত্র’ বলে দাবি করেছেন। রাজুবাবু বলেন, “ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে ওই সাজানো ছবি তৈরি করে আমার ভাবমূর্তি ক্ষুন্ন করা হয়েছে। ষড়যন্ত্র রয়েছে। সমস্ত ঘটনা জানিয়ে পুলিশে অভিযোগ জানাবার কথা ভাবছি।” সেই সঙ্গে বিডিও জানিয়েছেন, ঘটনাটি অনেক পরে জেনেছেন তিনি। তারপরেই ফেসবুকের ওই অ্যাকাউন্ট ‘ডি-অ্যাকটিভ’ করে দিয়েছেন। ওই অফিসের কয়েকজন কর্মীও জানান, বিষয়টি তাঁদের কাছেও বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না। কারণ ভাল মানুষ হিসাবে পরিচিত ওই অফিসার এতবড় ভুল করবেন সেই সম্ভবনা কম। যদিও নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মীর কথায়, সত্যিই কোনও ভাবে নেশাগ্রস্ত হয়ে ওই ছবি পোস্ট করা হয়েছে কিনা সেটাও খতিয়ে দেখা দরকার। কারণ সোশ্যাল মিডিয়ায় ওই ছবি আপলোড হওয়ায় অনেকেই তা ডাউনলোড করে রেখেছেন। এতে প্রশাসন সম্পর্কে বাসিন্দাদের কাছে ভুল বার্তা যাওয়ার আশঙ্কাও থাকে পুরোপুরি। তাই সত্যিই কী হয়েছিল, কী ভাবে ওই ছবি আপলোড হল তা দেখা দরকার।

তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি তথা নাটাবাড়ি কেন্দ্রের প্রার্থী রবীন্দ্রনাথ ঘোষ বলেন, “এমন ঘটনা সত্যি নয় বলেই আমার ধারণা। কোনও ভাবে কেউ ষড়যন্ত্র করে থাকতে পারেন। বোতলে ঠান্ডা জলও অনেকে রাখেন!” সিপিএমের জেলা সম্পাদকমন্ডলীর সদস্য তমসের আলি অবশ্য বলেন, “পুরো বিষয়টি প্রশাসনের খতিয়ে দেখা দরকার। না হলে প্রশাসন নিয়ে ভুল বার্তা যাবে।” তুফানগঞ্জ কেন্দ্রের বিজেপি প্রার্থী বিভাস সেন ইশোর বলেন, “আমরা ওই ঘটনাটি নিয়ে পূর্ণাঙ্গ তদন্ত চাইছি।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

BDO bear facebook
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE