নাট্যকর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার হল মেদিনীপুর শহরের মীরবাজারের একটি আবাসন থেকে। পুলিশ সূত্রে খবর, মৃতার নাম দীপ্তি পালোধি মাইতি (৬২)। রবিবার সকালে তাঁর দেহ উদ্ধার করেছে কোতোয়ালি থানার পুলিশ। দেহ ময়নাতদন্তের জন্য মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে খবর, দীপ্তি অবসরপ্রাপ্ত শিক্ষিকাও। মেদিনীপুর সদর ব্লকের কেশবপুর প্রাথমিক বিদ্যালয়ে পড়াতেন তিনি। অবসর নেন ২০২৩ সালে। মেদিনীপুর শহরের ‘তরুণ থিয়েটার’ নামক একটি নাট্যগোষ্ঠী প্রযোজিত ‘ফেসবুক ম্যারেজ’, ‘বৃত্তের বাইরে’ নাটকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন দীপ্তি। তাঁর স্বামী কাজল মাইতিও নাট্যকর্মী এবং বাচিকশিল্পী ছিলেন। তিনি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের কর্মী ছিলেন। ২০ বছর আগে তাঁর মৃত্যু হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে অনেক ডাকাডাকির পরেও নিজের ঘরের দরজা খোলেননি দীপ্তি। এর পরেই দরজা ঠেলে ভিতরে ঢুকে তিনি দেখেন, সিলিং থেকে বৃদ্ধার দেহ ঝুলছে। পরিচারিকাই পুলিশে খবর দেন। পুলিশ এসে দেহ উদ্ধার করে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে। মেদিনীপুর তরুণ থিয়েটারের অন্যতম কর্ণধার বিশ্বজিৎ কুন্ডু বলেন, ‘‘আমরা মর্মাহত! একজন সুদক্ষ অভিনেত্রী ছিলেন। হঠাৎ কোথা থেকে যে কী হয়ে গেল!’’