হাওড়ায় সালকিয়া বাঁধাঘাটে রবিবার বোমা পড়ল বিজেপির সভায়। তারই জেরে তৃণমূল ও বিজেপি সমর্থকদের মধ্যে সংঘর্ষে জখম হলেন ৪ জন। বীরভূমের সদাইপুর ও বর্ধমানের মঙ্গলকোটেও এ দিন এই দু’টি দলের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে।
পুলিশ সূত্রের খবর, সদাইপুরে তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়া এক পঞ্চায়েত সদস্য ও তাঁর ভাইয়ের বাড়িতে আগুন লাগানো হয়। সেখানে কেউ হতাহত হননি। মঙ্গলকোটের ক্ষীরগ্রামে সভা ফেরত এক দল তৃণমূল সমর্থকের সঙ্গে সংঘর্ষ বাধে বিজেপি সমর্থকদের। তাতে বিজেপির ৭ জন ও তৃণমূলের ২ জন সমর্থক আহত হন। বর্ধমান মেডিক্যাল কলেজ ও কাটোয়া হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাঁদের।
কী ঘটেছে হাওড়ায়? কলকাতায় সভা করবেন বিজেপি সভাপতি অমিত শাহ। তারই প্রচারের জন্য সালকিয়া বাঁধাঘাটে রবিবার বিকেলে সভা করছিলেন দলের স্থানীয় নেতা-কর্মীরা। সভা চলার মাঝেই শুরু হয় বিজেপি-তৃণমূল সংঘর্ষ। পরিস্থিতি সামাল দিতে র্যাফ নামাতে হয়। দু’পক্ষই একে অন্যের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করলেও রাত পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। আহত ৪ জন হাওড়া জেলা হাসপাতালে ভতি।