Advertisement
১৭ মে ২০২৪

মোদীকে পুস্তিকা দিয়ে অশান্তির নালিশ বিজেপির

তাণ্ডবের ছবি ও তথ্যের একটি পুস্তিকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে তুলে দেওয়া হয়েছে বলে দাবি করল রাজ্য বিজেপির প্রতিনিধি দল।

এই পুস্তিকাই দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীকে, দাবি নেতাদের। নিজস্ব চিত্র

এই পুস্তিকাই দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীকে, দাবি নেতাদের। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
দুর্গাপুর শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০১৯ ০৪:২৫
Share: Save:

নতুন নাগরিকত্ব আইনের বিরোধিতায় রাজ্য জুড়ে কয়েকদিন ধরে চলা তাণ্ডবের ছবি ও তথ্যের একটি পুস্তিকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে তুলে দেওয়া হয়েছে বলে দাবি করল রাজ্য বিজেপির প্রতিনিধি দল। রবিবারের পরে, মঙ্গলবারেও ঝাড়খণ্ডে ভোটের প্রচারে যাওয়ার পথে অণ্ডাল বিমানবন্দরে নামেন মোদী। বায়ুসেনার বিশেষ বিমানে তিনি দুপুর সওয়া ১২টা নাগাদ অণ্ডালে পৌঁছন। মিনিট পঁচিশ পরে, তাঁকে নিয়ে বায়ুসেনার হেলিকপ্টার উড়ে যায় ঝাড়খণ্ডের দিকে। তবে প্রধানমন্ত্রী ফেরার পথে আর অণ্ডালে আসেননি।

এ দিন বিমানবন্দরে মোদীকে বিজেপির তরফে স্বাগত জানাতে যান দলের রাজ্য সহ-সভাপতি বিশ্বপ্রিয় রায়চৌধুরী, বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের সাংসদ সুরেন্দ্র সিংহ অহলুওয়ালিয়া-সহ কয়েকজন নেতা। তাঁদের দাবি, গত কয়েকদিন ধরে নতুন নাগরিকত্ব আইনের প্রতিবাদের নামে রাজ্য জুড়ে যে তাণ্ডব চলেছে, তার ছবি ও তথ্য সম্বলিত রঙিন পুস্তিকা প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়া হয়েছে। বিশ্বপ্রিয়বাবু বলেন, ‘‘আইন হয়েছে। সে আইন চালু হবে কি হবে না, সেটা তো পরের বিষয়। মুখ্যমন্ত্রী বললেই যে হবে না, তেমন বিষয়ও নয়। কিন্তু গত কয়েকদিন ধরে যা চলছে, তাতে সাধারণ মানুষ চরম সমস্যায় পড়ছেন। প্রধানমন্ত্রীকে সব বলেছি। পুস্তিকা তাঁর হাতে তুলে দেওয়া হয়েছে। তিনি দেখবেন বলে আশ্বাস দিয়েছেন।’’

বিশ্বপ্রিয়বাবু আরও অভিযোগ করেন, ট্রেন-বাস জ্বালানোর পরে, এখন বাড়ি-বাড়ি আক্রমণ শুরু হয়েছে। তিনি দাবি করেন, ‘‘দুষ্কৃতীদের কোনও জাত-ধর্ম নেই। তাদের উপরে রাজ্য সরকারের কোনও নিয়ন্ত্রণ নেই। মুখ্যমন্ত্রীর উচিত, কেন্দ্রের সঙ্গে পরামর্শ করে কাজ করা। অসম, ত্রিপুরা শান্ত হয়ে গেল। অথচ, এ রাজ্যে দুষ্কৃতীরা এখনও দাপিয়ে বেড়াচ্ছে।’’

সাংসদ সুরেন্দ্রবাবুর বক্তব্য, ‘‘রাজ্যে যা ঘটছে সে বিষয়ে কিছু প্রতিক্রিয়া নেওয়ার জন্য প্রধানমন্ত্রী দেখা করতে বলেছিলেন। প্রশাসন এখানে নীরব দর্শক হয়ে বসে রয়েছে। সাধারণ মানুষ, যাঁরা কোনও রাজনীতি করেন না, এর সঙ্গে যাঁদের কোনও সম্পর্ক নেই, তাঁরাও আক্রান্ত হচ্ছেন। প্রধানমন্ত্রী সাংবিধানিক ব্যবস্থা যা করার তা নিশ্চয়ই করবেন।’’ তিনিও অভিযোগ করেন, মুখ্যমন্ত্রী বারবার আইন-শৃঙ্খলা রাজ্যের বিষয় বলে দাবি করলেও অশান্তি থামাতে পারছেন না।

এ দিনও রাজ্যের তরফে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে বিমানবন্দরে যান রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। বিজেপি-র দেওয়া পুস্তিকা প্রসঙ্গে প্রধানমন্ত্রী কি কিছু বলেছেন? মলয়বাবু বলেন, ‘‘না, প্রধানমন্ত্রীর সঙ্গে আমার কোনও কথা হয়নি।’’ রবিবার বিশ্বপ্রিয়বাবু দাবি করেন, প্রধানমন্ত্রী সম্ভবত মলয়বাবুর কাছে ‘এ রাজ্যে এ সব কি হচ্ছে’ বলে উষ্মা প্রকাশ করেছিলেন। এদিন মলয়বাবু বলেন, ‘‘একেবারে মিথ্যা কথা। সে দিনও কোনও কথা হয়নি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Narendra Modi Booklet Violence CAA
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE