দেশে যে শাসন চলছে, তাতে ‘নব্য ফ্যাসিবাদে’র বৈশিষ্ট্য দেখা যাচ্ছে বলে মনে করছে সিপিএম। আরএসএস-বিজেপির কার্যকলাপ মূল্যায়নে অন্য বামপন্থী দল সিপিআই এবং সিপিআই (এম-এল) লিবারেশনের সঙ্গে তাদের ফারাক কোথায়, তা বিশ্লেষণ করে কেন্দ্রীয় কমিটির একটি ‘নোট’ নিয়ে আলোচনা হচ্ছে দলের সব রাজ্য সম্মেলনে। তারই মধ্যে হিন্দুত্ব ব্রিগেডের হাতে কী ভাবে মহিলাদের আক্রমণের মুখে পড়তে হয়েছে, সেই বিষয়ে সিপিএমের পলিটব্যুরো সদস্য বৃন্দা কারাটের লেখা বই প্রকাশিত হল।
ডানকুনিতে সিপিএমের ২৭তম রাজ্য সম্মেলনের তৃতীয় দিনে, সোমবার সম্মেলন চত্বরেই ‘হিন্দুত্বের হিংসার মুখে নারী’ শীর্ষক বইটি প্রকাশিত হয়েছে। বাংলায় তর্জমা করেছেন মধুরিমা দত্ত, ন্যাশনাল বুক এজেন্সি (এনবিএ) থেকে বইটি পাওয়া যাবে। রাজ্য সম্মেলনে সিপিএমের কেন্দ্রীয় নেতৃত্বের প্রতিনিধি হিসেবে প্রকাশ কারাট, বৃন্দা, মানিক সরকার, এম এ বেবি, তপন সেন, নীলোৎপল বসু ও অশোক ধওয়লে— এই ৭ জন পলিটব্যুরোর সদস্য উপস্থিত আছেন।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)