স্বাধীনতা সংগ্রামী হিসেবে জেলবন্দি থাকার কোনও তথ্য না মেলায় শতায়ু নাগরিক ভীমচরণ রাণার পেনশন সংক্রান্ত মামলা খারিজ করে দিল কলকাতা হাই কোর্ট। বুধবার রাজ্যের আইনজীবী জানান, ১৯৪২ সালের ডিসেম্বর মাস থেকে ১৯৪৩ সালের জুন মাস পর্যন্ত তমলুক জেলের নথি পায়নি কারা দফতর। ওই সময়ের মধ্যে তমলুক জেলের বন্দিদের বিষয়ে তথ্য দিতে পারেননি জেল সুপারও।
জেলবন্দি বা স্বাধীনতা সংগ্রামী হওয়ার অন্য কোনও তথ্য আছে কি না, ভীমচরণের আইনজীবীকে প্রশ্ন করেন বিচারপতি অমৃতা সিংহ। ওই আইনজীবী জানান, অন্যান্য স্বাধীনতা সংগ্রামীদের থেকে পাওয়া তথ্য আছে। রাজ্যের আইনজীবীর যুক্তি, ভীমচরণ স্বাধীনতা সংগ্রামী হওয়ার উপযুক্ত প্রমাণ দেখাতে পারেননি। তিনি যা প্রমাণ দিয়েছেন তা ‘আসল’ কি না, তা নিয়ে সংশয় আছে।
‘স্বতন্ত্র সৈনিক পেনশন’ প্রকল্পে আবেদন করে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন ১০৩ বছর বয়সি ভীমচরণ রাণা। দাবি, ‘ভারত ছাড়ো’ আন্দোলনে যোগ দিয়ে ১৯৪২-এর ডিসেম্বর থেকে ১৯৪৩-এর জুন পর্যন্ত জেল খাটেন।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)