চিড়িয়াখানার জমি বাণিজ্যিক কাজে ব্যবহারের জন্য ডাকা টেন্ডার প্রক্রিয়ার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাই কোর্ট। সোমবার বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দাস দে-র ডিভিশন বেঞ্চ জানায়, ২৩ জুলাই টেন্ডারের জন্য যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল, আপাতত তা স্থগিত থাকবে। আদালতের পরবর্তী নির্দেশ ছাড়া ওই বিষয়ে কোনও পদক্ষেপ করতে পারবেন না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আলিপুর চিড়িয়াখানা সংলগ্ন এলাকায় রয়েছে একটি অ্যাকোয়ারিয়াম, অডিটোরিয়াম, পশু হাসপাতাল, নার্সারি এবং স্টাফ কোয়ার্টার। অডিটোরিয়াম এবং স্টাফ কোয়ার্টারের অবস্থা খুবই খারাপ। সেখানে বাণিজ্যিক কাজের জন্য টেন্ডার ডাকার প্রক্রিয়া শুরু হয়েছিল। সেই মর্মে নোটিসও জারি করে রাজ্য। ওই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাই কোর্টে জনস্বার্থ মামলা করে একটি সংস্থা। সোমবার সেই মামলার শুনানিতেই আদালত স্থগিতাদেশ জারি করে।
আরও পড়ুন:
আলিপুর চিড়িয়াখানার জমি বেআইনি ভাবে বিক্রি করতে চাইছে রাজ্য। এই অভিযোগ তুলে গত জানুয়ারি মাসে মিছিল করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ ছিল, চিড়িয়াখানার ৫০ কাঠা জমি বিক্রির চেষ্টা চলছে।