যে মাধ্যমিক পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড সংক্রান্ত বিভ্রাট হয়েছে, তাদের সংশোধিত অ্যাডমিট কার্ড দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। বৃহস্পতিবার বিচারপতি বিশ্বজিৎ বসুর নির্দেশ, এ দিন সন্ধ্যা ৬টা থেকে আজ, শুক্রবার দুপুর ২টো পর্যন্ত মধ্যশিক্ষা পর্ষদের পোর্টাল ফের খুলতে হবে। ওই সময়ে মামলাকারী পড়ুয়াদের স্কুল কর্তৃপক্ষ তথ্য সংশোধন করবেন। তার ভিত্তিতে আগামিকাল, শনিবার ও পরশু, রবিবার পর্ষদের অফিস থেকে প্রধান শিক্ষকেরা অ্যাডমিট কার্ড সংশোধন করে সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের দেবেন। উত্তরবঙ্গের দু’টি প্রান্তিক এলাকার স্কুলে প্রথম দিন পরীক্ষার্থীরা অ্যাডমিটের ‘সফট কপি’ (অনলাইন প্রতিলিপি) দিয়ে পরীক্ষা দেবেন। পরে অ্যাডমিট কার্ড দেওয়া হবে।
মামলাকারী কৌশিক পােত্রর আইনজীবী জয়ন্তনারায়ণ চট্টোপাধ্যায় এবং শীর্ষেন্দু সিংহ রায় জানান, স্কুলের ভুলে মক্কেলের মেয়ের অ্যাডমিট কার্ড হয়েছে নবম শ্রেণির সমনামী ছাত্রীর নামে। মামলাকারীর সুকুমার মান্নার কৌঁসুলী ফিরদৌস শামিম এবং গোপা বিশ্বাস জানান, স্কুল ভুল করে মক্কেলের ছেলের সমনামীর তথ্য পর্ষদে পাঠানোয় অ্যাডমিট মেলেনি। এ দিন পর্ষদের কৌঁসুলি কোয়েলি ভট্টাচার্যের দাবি, স্কুলের ভুলেই এমন বিভ্রাট। স্কুলগুলির তরফে দোষ স্বীকার করা হয়। তাই এই ত্রুটির জন্য সংশ্লিষ্ট স্কুলগুলিকে ১০ হাজার টাকা করে ক্ষতিপূরণের নির্দেশ দেন বিচারপতি বসু। ওই টাকা পর্ষদ পাবে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)