কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোয় বেহারাদের কাঁধে প্রতিমা চাপিয়ে বিসর্জনের পূর্ণাবয়ব শোভাযাত্রা করার অনুমতি দিল না কলকাতা হাই কোর্ট।
বৃহস্পতিবার প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, কাঁধে প্রতিমা চাপিয়ে শোভাযাত্রা করা যাবে না। তার বদলে ‘প্রতীকী শোভাযাত্রা’ করা যেতে পারে। তা-ও স্থানীয় প্রশাসনের অনুমোদন সাপেক্ষ। রাতে শহরের বড় পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকের পরে পুলিশের তরফে জানানো হয়েছে, কোভিড বিধি মেনে বেহারার কাঁধে বাঁশের মাচায় (যাকে বলা হয় ‘সাং’) প্রতিমা নিয়ে ছোট মাপের শোভাযাত্রা করা যাবে।
সাঙে বিসর্জন নদিয়ার কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোর দীর্ঘদিনের প্রথা। সেই শোভাযাত্রা দেখতে হাজার-হাজার মানুষ রাতভর রাস্তায় ভিড় করেন। করোনার কারণে হাই কোর্টের নির্দেশে গত বছর তা নিষিদ্ধ ছিল। একই কারণে এ বারও নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু কৃষ্ণনগরের ‘ঐতিহ্য’ এবং বহু মানুষের আবেগের কথা তুলে বড় পুজো কমিটিগুলি সাং ব্যবহারে প্রায় মরিয়া।