২১ জুলাই সমাবেশের প্রচার-পোস্টারে শুধুই দলের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি থাকবে। থাকবে না দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি। ‘সেনাপতি’ অভিষেক নিজেই সে কথা দলকে বলে দিয়েছেন, জানালেন দলের প্রবীণ সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়।
শনিবার ২১ জুলাই সমাবেশের প্রস্তুতি বৈঠক ডেকেছিল তৃণমূল। ভবানীপুরের প্রিয়নাথ মল্লিক রোডের দলীয় কার্যালয়ে সেই বৈঠক হয়েছে। ওই বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে কলকাতা উত্তরের সাংসদ সুদীপ বলেন, ‘‘ক্যামাক স্ট্রিটের দফতর থেকে পেনড্রাইভে ২১ জুলাই কর্মসূচির যে পোস্টার দেওয়া হয়েছে, তাতে শুধু মমতা বন্দ্যোপাধ্যায়েরই ছবি রয়েছে।’’
দলীয় সমাবেশে মমতার পাশে অভিষেকের ছবি না-থাকা নিয়ে অতীতে তৃণমূলে বিস্তর জলঘোলা হয়েছে। যার সূত্রপাত ২০২৩ সালের নভেম্বরে নেতাজি ইন্ডোরের সমাবেশে। ওই সভায় কেন শুধু মমতার ছবি রয়েছে, কেন অভিষেকের ছবি নেই, তা নিয়ে কুণাল ঘোষের মতো নেতা প্রকাশ্যে প্রশ্ন তুলেছিলেন। যদিও তখন দলের অন্দরে কুণালের যে ‘অবস্থান’ ছিল, ইদানীং তা নেই বলেই দলের অনেকের অভিমত। গত কয়েক মাসে তৃণমূলের ‘ভরকেন্দ্র’ বদলে যাওয়ার একাধিক উদাহরণও রয়েছে। মমতা দলীয় সভায় একাধিক বার বার্তা দিয়েছেন, সরকার তো বটেই, সংগঠনেও তিনিই শেষ কথা। দলীয় বৈঠকেও মমতার বক্তব্য ছিল, তিনি আরও ১০ বছর দল চালাবেন।
আরও পড়ুন:
তার পরেও তৃণমূলে ছবি-বিতর্ক থামেনি। চলতি বছরের শুরুতে তৃণমূলের ক্যালেন্ডারে দলনেত্রী এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদকের ছবি নিয়ে গোলমাল বেধেছিল। অভিষেকের দফতর থেকে ২০২৫ সালের ক্যালেন্ডার পাঠানো হয়েছিল দলের জেলা সভাপতিদের কাছে। সেই ক্যালেন্ডারে মমতা এবং অভিষেক দু’জনেরই ছবি ছিল। কিন্তু অভিষেকের ছবিটি তুলনায় মমতার ছবির চেয়ে মাপে বড় ছিল। জেলায় জেলায় ক্যালেন্ডার পৌঁছোনোর পরে রাজ্য নেতৃত্বের কাছে বড়-ছোট ছবির খবর যায়। পত্রপাঠ পদক্ষেপ করা হয়। রাজ্য নেতৃত্বের তরফে তৃণমূলের জেলা সভাপতিদের কাছে বার্তা যায়, ওই ক্যালেন্ডার ব্যবহার করা যাবে না। সেই নির্দেশমতোই অভিষেকের দফতর থেকে পাঠানো ক্যালেন্ডার ব্যবহার করেননি তৃণমূলে সর্বস্তরের নেতারা।
পরে ফেব্রুয়ারি মাসে নেতাজি ইন্ডোরে যে দলীয় সমাবেশ ডাকা হয়েছিল, সেখানেও অভিষেকের ছবি ছিল না। ছিল শুধু মমতার ছবি। সুদীপের কথা অনুযায়ী, এ বার অভিষেক নিজেই জানিয়ে দিয়েছেন, ২১ জুলাইয়ে তাঁর ছবি থাকবে না। কেন এই সিদ্ধান্ত, অভিষেক তার ব্যাখ্যাও দিয়েছেন বলে জানিয়েছেন প্রবীণ সাংসদ। তিনি বলেন, ‘‘অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই বলেছেন, উনি যেহেতু ২১ জুলাইয়ের সেই কর্মসূচিতে ছিলেন না, তাই তাঁর ছবি থাকবে না। শুধু মমতা বন্দ্যোপাধ্যায়েরই ছবি থাকবে।’’
সুদীপ জানান, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের ২১ জুলাইয়ের এই সমাবেশকে বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে। এই সমাবেশে যাতে সবচেয়ে বেশি জনসমাগম হয়, তা নিশ্চিত করতে জেলার নেতাদের নির্দেশও দিয়েছেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। সুদীপ বলেন, ‘‘এ বার সর্বকালীন রেকর্ড ভিড় হবে ২১ জুলাইয়ের সমাবেশে। একটি দল একক শক্তিতে একটি শহরের বুকে কত বড় সভা করতে পারে, তার নজির আমরা এ বার রাখবই রাখব।’’