Advertisement
২৭ এপ্রিল ২০২৪

নোট থেকে সিঙ্গুর, মমতার কাহিনি বইমেলায়

নোট বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে নরেন্দ্র মোদীর সরকারের বিরুদ্ধে প্রায় জেহাদ ঘোষণা করেছেন তিনি। পথে নেমে মিছিল হয়েছে, ধর্না হয়েছে। প্রতিবাদ করার জন্য বিহার, উত্তরপ্রদেশ বা দিল্লির মতো ভিন্ রাজ্যে গিয়েও সভা করে এসেছেন তিনি। এ বার নোটবন্দির কাহিনি উঠে এল বইয়ের পাতাতেও।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৭ জানুয়ারি ২০১৭ ০১:৪৮
Share: Save:

নোট বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে নরেন্দ্র মোদীর সরকারের বিরুদ্ধে প্রায় জেহাদ ঘোষণা করেছেন তিনি। পথে নেমে মিছিল হয়েছে, ধর্না হয়েছে। প্রতিবাদ করার জন্য বিহার, উত্তরপ্রদেশ বা দিল্লির মতো ভিন্ রাজ্যে গিয়েও সভা করে এসেছেন তিনি। এ বার নোটবন্দির কাহিনি উঠে এল বইয়ের পাতাতেও। লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর ‘Note-কথা’ প্রকাশিত হচ্ছে এ বারের বইমেলায়।

সব মিলিয়ে এ বারের বইমেলায় ৬টি বই প্রকাশ পাচ্ছে মুখ্যমন্ত্রীর। দীর্ঘ দিনের আন্দোলনের পরে সুপ্রিম কোর্টের রায়ে সিঙ্গুরের অধিগৃহীত জমি কৃষকদের ফিরিয়ে দেওয়ার সুযোগ পেয়েছে মমতার সরকার। তৃণমূল নেত্রীর রাজনৈতিক জীবন তো বটেই, গোটা দেশের জমি আন্দোলনেও এই ঘটনাকে উল্লেখযোগ্য মাইলফলক ধরা হচ্ছে। সিঙ্গুরের মাটি ও আদালতে সেই লড়াইয়ের আখ্যানও লিপিবদ্ধ করেছেন মুখ্যমন্ত্রী। বইয়ের নাম ‘সিঙ্গুর জয়ী’। আর সারদা, নারদা-র ঝড় পেরিয়ে গত বিধানসভা নির্বাচনে তৃণমূলের বিপুল জয় এবং দ্বিতীয় বার রাজ্যে ক্ষমতায় ফেরার ঘটনাকে ভিত্তি করে তৈরি হয়েছে ‘মানুষের জয় ২০১৬’। প্রশাসন ও দলের কাজের ব্যস্ততার মধ্যেও ঝড়ের গতিতে এত বই মুখ্যমন্ত্রী লিখে ফেলেন কী ভাবে, তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিস্ময় প্রকাশ করছেন গুণমুগ্ধেরা!

সাম্প্রতিক ঘটনার উপরে তিনটি বই ছাড়া কবিতার একটি গ্রন্থ প্রকাশিত হচ্ছে— ‘ব্যক্তিত্ব’। নামকরণে সহায়তার লক্ষ্যে মুখ্যমন্ত্রীর তৈরি করা সংকলনের এ বার দ্বিতীয় ভাগ বেরোচ্ছে— ‘নামাঞ্জলি দ্বিতীয়’। আর আছে ‘খুশবু’। মমতার নিজের কথায়, ‘‘আনন্দ হচ্ছে জানাতে যে, এ বারের বইমেলায় ৬টা বই আমার প্রকাশিত হচ্ছে। সব মিলিয়ে আমার লেখা বইয়ের সংখ্যাটা ৬৯ দাঁড়াল!’’ সেঞ্চুরিতে দ্রুত পৌঁছনো হবে বলেই দিন গুনছে পাঠক মহল!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Mamata Banerjee Book Fair Books Demonetisation
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE