Advertisement
০৩ মে ২০২৪
Calcutta High Court

Anubrata Mondal: অনুব্রতকে জামিন না দিলে মাদক মামলায় ফাঁসানো হবে! হুমকি চিঠি পেলেন বিচারক

বুধবারই অনুব্রতকে তোলার কথা সিবিআই আদালতে। তার আগেই হুমকি চিঠি পেয়েছেন বলে হাই কোর্টে অভিযোগ জানিয়েছেন সিবিআইয়ের বিচারক।

বীরভূমের তৃণমূল নেতার সিবিআই হেফজত শেষ হচ্ছে শীঘ্রই।

বীরভূমের তৃণমূল নেতার সিবিআই হেফজত শেষ হচ্ছে শীঘ্রই। ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৩ অগস্ট ২০২২ ১৫:২১
Share: Save:

অনুব্রত মণ্ডলকে গরু পাচার মামলায় জামিন দিতে হবে। না হলে খোদ বিচারককেই ফাঁসিয়ে দেওয়া হবে মাদক মামলায়— এমনই হুমকি দিয়ে চিঠি এসেছে আসানসোলের সিবিআইয়ের বিশেষ আদালতের বিচারকের কাছে।

গরুপাচার-কাণ্ডে অনুব্রতের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া যথাবিধি চলছে। সিবিআই হেফাজতে থাকা কেষ্টর জামিনের অনুরোধও হয়তো শীঘ্রই জমা পড়বে আদালতে। তবে তার আগেই অনুব্রতের জামিন চেয়ে আরও একটি আবেদন এসে পৌঁছেছে সিবিআইয়ের বিশেষ আদালতের বিচারকের কাছে। সিবিআই সূত্রের দাবি, একটি চিঠি দিয়ে বলা হয়েছে, ‘গরু পাচার মামলা অনুব্রত মণ্ডলকে জামিন দিন, নয়তো সপরিবার মাদক মামলায় ফাঁসানো হবে।’

আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতের বিচারপতি রাজেশ চক্রবর্তী গত ২০ অগস্ট এই হুমকি চিঠি পেয়েছেন বলে অভিযোগ করেছেন। চিঠিটির প্রেরক হিসেবে লেখা আছে বাপ্পা চট্টোপাধ্যায়ের নাম। চিঠি পাওয়ার কথা সোমবারই জেলা জজকে জানিয়েছিলেন সিবিআই বিচারক। পরে কলকাতা হাই কোর্টের রেজিস্ট্রার জেনারেলকেও এ ব্যাপারে অবহিত করেছেন তিনি।

আসানসোলের জেলা জজকে দেওয়া সিবিআই বিচারকের চিঠি।

আসানসোলের জেলা জজকে দেওয়া সিবিআই বিচারকের চিঠি।

বিচারক চক্রবর্তী চিঠি দিয়ে জানিয়েছেন, ওই হুমকি চিঠিতে তাঁকে এবং তাঁর পরিবারকে ‘এনডিপিএস কেস’ অর্থাৎ মাদক মামলায় ফাঁসানোর হুমকি দেওয়া হয়েছে। তিনি লিখেছেন, ‘কিছুটা আশঙ্কার সঙ্গে জানাচ্ছি, জনৈক বাপ্পা চ্যাটার্জি নামে এক ব্যক্তি এই আদালতের অফিসার ইন চার্জকে চিঠি দিয়ে হুমকি দিয়েছেন। তাঁর দাবি অনুব্রত মণ্ডলকে জামিন না দেওয়া হলে আমার পরিবারকে মাদক মামলায় ফাঁসানো হবে।’

গরুপাচার মামলায় গ্রেফতার বীরভূমের তৃণমূল নেতা অনুব্রতকে বুধবারই আসানসোলের সিবিআই আদালতে তোলার কথা। তার আগে এমন হুমকি চিঠি পেয়ে কি ভয় পেয়েছেন বিচারক? এ প্রসঙ্গে আসানসোলের আইনজীবী অমিতাভ মুখোপাধ্যায় বলেন, ‘‘এই বিচারককে দীর্ঘ দিন ধরে দেখছি। তিনি হুমকির কাছে মাথা নত করার মানুষ নন। তা ছাড়া তিনি নিজেও জানিয়েছেন, এই হুমকিতে তিনি অদৌ ভয় পাচ্ছেন না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE