লগ্নি সংস্থার কেলেঙ্কারিতে তদন্ত সংস্থার জেরার মুখে পড়েছেন অনেক মন্ত্রী-নেতা-অভিনেতা। এ বার পালা জাদুকরের। শুক্রবার দুপুরে জাদুকর পি সি সরকারকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে সিবিআইয়ের আঞ্চলিক দফতরে ডেকে পাঠিয়ে প্রায় তিন ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়। একটি অর্থ লগ্নি সংস্থার বিরুদ্ধে নিয়মবহির্ভূত ভাবে বাজার থেকে কোটি কোটি টাকা তোলার অভিযোগ উঠেছে। তদন্তে নেমে নাম উঠে আসে জাদুকর পি সি সরকারের। সিবিআই দফতর থেকে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জাদুকর বলেন, ‘‘দেশের মঙ্গলের জন্য এসেছি। ওঁদের বেশ কিছু তথ্যও দিয়েছি।’’