Advertisement
E-Paper

বিশ্ব কবিতা দিবস উপলক্ষ্যে অনুষ্ঠিত হতে চলেছে কবিতাময় এক অভিনব সন্ধ্যা ‘কবিতা বলি’

সমাজের কাছে কবিতার গুরুত্বকে তুলে ধরতে এবং ও বিশ্ব কবিতা দিবসকে উদ্‌যাপন করতে এই অভিনব উদ্যোগ নিয়েছেন আবৃত্তিকার ও অভিনেত্রী সুতপা বন্দ্যোপাধ্যায়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ মার্চ ২০২৫ ১৫:১৭
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বিশ্বব্যাপী কবিতা পাঠ, রচনা, প্রকাশনা ও শিক্ষাকে উৎসাহিত করার জন্য ১৯৯৯ সালে ইউনেস্কো ২১ মার্চ দিনটিকে ‘বিশ্ব কবিতা দিবস’ হিসেবে ঘোষণা করে। শিক্ষার্থীদের পাঠ্যক্রমের মধ্যে গল্প, কবিতা, রচনা অন্তর্ভুক্ত থাকলেও এই সমস্ত বিষয়ের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ আগের চেয়ে অনেকটাই কমে গিয়েছে।

বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানের পাঠ্যক্রমেই এখন আর সমকালীন কবিতাকে গুরুত্ব দেওয়া হয় না। অনেক ক্ষেত্রে শিক্ষার্থীরা এমনও মনে করে যে, কবিতা হল কিছু মানুষের অপ্রয়োজনীয় সৃষ্টি মাত্র। কিন্তু কবিতা আমাদের চেতনাকে যে ভাবে জাগ্রত করে মননকে সমৃদ্ধ করে তা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সমাজের কাছে কবিতার গুরুত্বকে তুলে ধরতে এবং ও বিশ্ব কবিতা দিবসকে উদ্‌যাপন করতে এই অভিনব উদ্যোগ নিয়েছেন আবৃত্তিকার ও অভিনেত্রী সুতপা বন্দ্যোপাধ্যায়। সুতপা বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানেই ২১ মার্চ রবীন্দ্রসদনে সন্ধ্যে ৬:৩০টা থেকে অনুষ্ঠিত হতে চলেছে কবিতাময় এক সন্ধ্যা ‘কবিতা বলি’। অনুষ্ঠানটির সম্পূর্ণ আয়োজনে রয়েছেন সুতপা বন্দ্যোপাধ্যায়ের দল ‘কোলাজ’, সুতপা ঘরাণার পক্ষ থেকে।

সুতপা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই কবিতা ও আড্ডায় অংশ নেবেন সমসাময়িক কবি সুবোধ সরকার এবং নাট্যব্যক্তিত্ব দেবশঙ্কর হালদার। পাশাপাশি থাকছে আরও ৯টি কবিতার দল। বাংলা ভাষার সঙ্গে ইংরেজি, হিন্দী ও সংস্কৃত ভাষাতেও কবিতা পাঠ করা হবে এই অনুষ্ঠানে।

অনুষ্ঠানের আয়োজক তথা আবৃত্তিকার ও অভিনেত্রী সুতপা বন্দ্যোপাধ্যায় আনন্দবাজার ডট কমকে জানিয়েছেন, “গান, নাচ, নাটকের পাশাপাশি কবিতার গুরুত্বকেও সকলের কাছে তুলে ধরতে এই ধরনের একটা অনুষ্ঠানের চিন্তাভাবনা করেছি। কবিতার গুরুত্ব বা তাৎপর্য বোঝানোর জন্য ২১ মার্চের থেকে ভাল দিন আর পাওয়া যেত না, তাই এই দিনটিকেই উদ্‌যাপনের জন্য বেছে নিয়েছি। বিশ্ব কবিতা দিবসের সন্ধেটা কবিতময় হয়ে উঠবে এই আশা করছি।”

এ ছাড়াও ‘কবিতা বলি’ অনুষ্ঠানে অংশ নেবেন বহু গুণী শিল্পীরাও। তাঁদের মধ্যে থাকছেন, ব্রততী বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় ‘ব্রততী পরম্পরা’, প্রণতি ঠাকুরের পরিচালনায় ‘সূর্যাবর্ত’, সৌমিত্র মিত্রের পরিচালনায় ‘আবৃত্তিলোক’, সুমন্ত্র সেনগুপ্তের পরিচালনায় ‘শঙ্খমালা’, শোভনসুন্দর বসুর পরিচালনায় ‘শোভনসুন্দর একাডেমি অফ পারফর্মিং পোয়েট্রি’, ঈশিতা দাস অধিকারীর পরিচালনায় ‘শহীদতীর্থ’, সৌম্যশ্রী গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় ‘সৌম্যশ্রী কবিতা চর্চা কেন্দ্র’ এবং সুতপা বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় কোলাজ, সুতপা ঘরাণা।

টিকিট সংগ্রহ করুন পাশের লিঙ্কে ক্লিক করে: https://in.bookmyshow.com/events/kobita-boli/ET00436665

https://www.boshow.in/api/shows/share/kobita-boli-21032025

https://www.thirdbell.in/events/kabitabali/

অনুষ্ঠানের ডিজিটাল মিডিয়া পার্টনার আনন্দবাজার ডট কম।

World Poetry Day Poetry Cultural Events
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy