পুরভোটের আগে রাজ্যে ফের কেন্দ্রীয় এজেন্সি (সিবিআই, ইডি) দিয়ে ‘ভয় দেখানো’ শুরু হয়েছে বলে অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার তিনি বলেন, ‘‘কোনও নির্বাচন এলেই কেন্দ্রীয় এজেন্সি নামিয়ে দেওয়া হয়। এ বারও তাই করছে।’’ তাঁর আরও অভিযোগ, গোয়ায় তৃণমূল কংগ্রেস সাংগঠনিক বিস্তার করতে চাওয়ায় রাজনৈতিক উদ্দেশ্যেই দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সহকারী, পরিচিত, বন্ধুদের এজেন্সি দিয়ে ডেকে পাঠানো হয়েছে।
সাম্প্রতিক অতীতে বিভিন্ন তদন্তে কেন্দ্রীয় এজন্সির ভূমিকা নিয়ে বারবার রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস। রাজ্যে ১০৮ টি পুরসভার নির্বাচনের আগে ফের সেই অভিযোগ সামনে এনেছেন তৃণমূল নেত্রী। গত কয়েক দিনে শাসক শিবিরের একাধিক নেতাকে বিভিন্ন মামলার সূত্রে তলব করেছে সিবিআই-সহ কেন্দ্রীয় এজেন্সিগুলি। তার মধ্যে নির্বাচন পরবর্তী হিংসার মামলায় ডেকে পাঠানো হয়েছে বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডলকে। এ দিন সেই প্রসঙ্গ টেনে মমতা বলেন, ‘‘বীরভূমে কয়েকটা পুরসভার ভোট আছে। ভোটে কিছু করতে পারবে না। তাই কেষ্টকে (অনুব্রত) ডেকেছে।’’
মঙ্গলবারই কেন্দ্রীয় তদন্ত সংস্থা জেরা করেছে অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায়কে। মমতা বলেন, ‘‘অভিষেক গোয়ায় বিধানসভা ভোট করতে গিয়েছে। তাই ওঁর সহকারী, ট্র্যাভেল এজেন্ট, এমনকি স্কুলের বন্ধুদেরও ডেকে পাঠানো হচ্ছে।’’ তারপরেই তাঁর প্রশ্ন, ‘‘আমাদের সঙ্গে কেউ যোগাযোগ রাখতে পারবে না? তা হলেই ভয় দেখানো হবে?’’